নিউজ ডেস্ক: দাউ দাউ করে জ্বলছে ৩৫ তলার বহুতল। নিচ থেকে উপর ভয়ংকর আগুনে প্রায় ভস্মীভূত দুবাইয়ের সরকারি নির্মাতা সংস্থা ‘এমার’-এর `৮ বুলেভার্ড ওয়াক’ নামে এক টাওয়ার। ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় সেই ৩৫ তলার আগুনের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে, বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে, এমনটাই জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে হতাহতের সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
দুবাই সূত্রে খবর, সোমবার ভোর ২টো বেজে ২০ মিনিট নাগাদ ‘৮ বুলেভার্ড ওয়াক’ নামে এক টাওয়ার কমপ্লেক্সের একটি বহুতলে আগুন লেগেছিল। ভোর ৩.৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, আগুনে বহুতল ভবনটির বাইরের অংশটি প্রায় সম্পূর্ণ পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। বিশাল বহুতলটি পুড়ে যাওয়ার কারণে কালো হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বহুতল পুড়ে যাওয়ার ভিডিও। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ভবনটির একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দাউদাউ করে জ্বলছে। তবে, আগুনের বেশিরভাগটাই ছিল বাইরের দিকে। বহুতলের বাইরের দিকের পরত বা ক্ল্যাডিং সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
পাশাপাশি, ভবনটির মাঝের তলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ার খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, এক সময় আগুনে জ্বলতে থাকা অ্যাপার্টমেন্টের ভিতরে এবং বাইরে বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে। তবে, দ্রুত জরুরি পরিষেবা বিভাগ এবং অগ্নি নির্বাপণ কর্মীদের তৎপরতায় পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়। ভবনটির বাসিন্দাদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে রাখা হয় স্থানীয় এক হোটেলে।
আরও পড়ুন: ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ, কখন দেখা যাবে ? জেনে নিন
তবে, এই ঘটনা আবারও বহুতল সম্বৃদ্ধ দুবাই শহরের অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। গত কয়েক বছরে বারবারই দুবাইয়ের বিভিন্ন বহুতলে আগুন লেগেছে। পূর্বে, ২০১৫ সালে নববর্ষের আগের রাতেই, আগুন লেগেছিল অ্যাড্রেস ডাউনটাউন হোটেলে। এই বহুতল হোটেলটিও বুর্জ খলিফার অত্যন্ত কাছে অবস্থিত। ৬৩ তলার ভবনের ৪০টি তলই আগুন পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল। অন্যথা হল না এবারেও। এমার সংস্থার এই বহুতলে আগুন লাগার প্রভাব পড়েছে সংস্থার স্টকমার্কেটও।