নিউজ ডেস্ক : ২১৫ কোটির আর্থিক প্রতারণা মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই প্রশ্ন উঠেছে এবার কি তবে গারদের পেছনে যেতে হবে বলিউড অভিনেত্রীকে? নাকি ফের বাড়বে রক্ষাকবচের সময়সীমা। এরই মধ্যে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা আদালত মঙ্গলবার পর্যন্ত রায়দান স্থগিত রেখেছে, ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
শুক্রবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন মামলার রায় ঘোষণার কথা ছিল আদালতের। এদিন শুনানি শুরু হতেই ইডির তরফে আদালতকে জানানো হয়, জ্যাকলিনকে জামিন দেওয়া হলেই শ্রীলঙ্কায় চলে যেতে পারেন তিনি। অভিযুক্ত জ্যাকলিন জানতেন যে সুকেশ চন্দ্রশেখর একজন প্রতারক এবং তা সত্ত্বেও তিনি তাঁর কাছ থেকে দামী উপহার নিয়েছেন। জ্যাকলিন তদন্তেও সহযোগিতা করেননি।
এরপরই জ্যাকলিন ফার্নান্দেজ জানিয়েছেন, আমি এই বিষয়ে তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করেছি। আমি আমার কাজের জন্য বিদেশে যায়, কিন্তু এখন আমার বিদেশ যাওয়া বন্ধ করা হয়েছে। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি। তদন্তের নামে ইডি হয়রানি করেছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। শুনানি শেষে আদালত জানিয়েছে, ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টেয় রায় ঘোষণা করা হবে।
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সমস্যায় পড়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ২১৫ কোটি আর্থিক তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর ৭ কোটি টাকার গয়নাসহ প্রায় ৯ লক্ষ টাকার ৩ টি পারসীয়ান বিড়াল, ১৫ জোড়া কানের দুল, হীরের সেট, অমূল্য তৈজসপত্র, প্রায় ৫২ লক্ষ টাকার একটি আরবি ঘোড়া উপহার দিয়েছেন জ্যাকলিনকে।
গুচি এবং স্যানেলের মতো দামি ব্র্যান্ডের ডিজাইনার ব্যাগ, দুটি গুচ্চির তৈরি জিম ড্রেস, লুই ভিটনের কয়েক জোড়া জুতো, দুটি হিউমের ব্রেসলেট, একটি মিনি কুপার গাড়ি, দামি রোলেক্স ঘড়িও উপহার দিয়েছিলেন অভিনেত্রীকে। এরপরই ইডির চার্জশিটে নাম উঠেছে অভিনেত্রীর। ফলে একাধিকবার ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয় তাঁকে। যেকোনো পরিস্থিতিতে তাঁকে গ্রেফতার করার আশঙ্কা দেখা দিতেই রক্ষাকবচের আবেদন করেন অভিনেত্রী। আপাতত ৭২ ঘন্টা স্বস্তি পেয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন : রাজীব গান্ধী হত্যা মামলায় বড় সিদ্ধান্ত, ৬ আসামিকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
Leave a Reply