নিউজ ডেস্ক : হিমাচল প্রদেশের মসনদে কে বসতে চলেছেন? ফের কি শাসন ক্ষমতা দখল করবে বিজেপি নাকি দেখা যাবে পরিবর্তনের হাওয়া। শনিবার ইতিমধ্যেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৬৮ আসনে হচ্ছে ভোট। এবার রাজ্যে ভোটার সংখ্যা প্রায় ৫৫ লক্ষ। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভিড় চোখে পড়ার মতো।
শুক্রবার ভোটারদের রেকর্ড হারে ভোটদানের আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘হিমাচলের ৬৮টি আসনে আজ ভোটগ্রহণ। দেবভূমির সকল ভোটারের কাছে আমার আবেদন, রেকর্ড সংখ্যায় ভোট দিন। আর ভোটদানের নয়া রেকর্ড গড়ুন। যারা এবার প্রথমবার ভোট দেবে, সেইসব তরুণ ভোটারদের আমার বিশেষ শুভেচ্ছা।’
অন্যদিকে রাহুল গান্ধী জানিয়েছেন, রাজ্যের মানুষ পুরনো পেনশন স্কিমের জন্য, চাকরির জন্য, ‘হর ঘর লক্ষ্মী’ ও হিমাচলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দেবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, হিমাচল প্রদেশে দুপুর ১টা পর্যন্ত ৩৭.১৯ শতাংশ ভোট পড়েছে। হিমাচল প্রদেশে ১৫৭ টি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা কর্মচারীদের দ্বারা পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন : রাস্তায় আবর্জনা ফেললে দিতে হবে মোটা টাকা জরিমানা
রাজ্যের ৬৮ টি বিধানসভা আসনের জন্য রাজ্য জুড়ে ৭,৮৮১ টি ভোট কেন্দ্রে ভোট চলছে। বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআইএম, বিএসপি এবং নির্দলের ৪১২ জন প্রার্থীর ভাগ্য ব্যালট বক্স বন্দি করছেন ভোটাররা। আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন : উত্তরে হাওয়া, তাপমাত্রা পতনের মধ্যেই ফের নিম্নচাপের পূর্বাভাস
Leave a Reply