ফের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প?

নিউজ ডেস্ক : আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০২৪ সালে। নির্বাচনের দু’বছর আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই লড়াইয়ে থাকতে পারেন ডোনাল্ড ট্রাম্পও, প্রাক্তন প্রেসিডেন্টের দীর্ঘ দিনের পরামর্শদাতা জেসন মিলারের মন্তব্যে এমনই জল্পনা রাজনৈতিক মহলে।

হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিক স্টিফেন ব্যাননের রেডিয়ো শো ‘ওয়ার রুম’-এ ডোনাল্ড ট্রাম্পের সহযোগী এবং দীর্ঘদিনের উপদেষ্টা জেসন মিলার জানিয়েছেন, ‘ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে রাষ্ট্রপতি পদের দৌড়ে অংশগ্রহণ করতে চলেছেন। আগামী সপ্তাহের মঙ্গলবারই এই বিষয়ে ঘোষণা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প।’

আরও পড়ুন : Shah Rukh Khan: কেন দুবাই থেকে ফেরার পথে আটক করা হল `কিং খান’ কে?

জেসন মিলার আরও জানিয়েছেন, আগামী আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা হয়েছে। নির্বাচনের লড়াইয়ে না নামার কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন : মহুয়ার তোপে গুজরাট মডেল