মুলায়ম সিং যাদবের আসন থেকে জিতবে বিজেপিই, দাবি মন্ত্রীর

নিউজ ডেস্ক : সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মৃত্যুর কারণে উপনির্বাচন করা হচ্ছে মইনপুরী লোকসভা আসনে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবকে এই আসনের প্রার্থী করা হয়েছে। লোকসভা উপনির্বাচনের প্রস্তুতির মধ্যেই এবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মইনপুরী আসনে জয়ী হবে গেরুয়া শিবিরই।

আগামী মাসেই মইনপুরী আসনে হবে উপনির্বাচন। তার আগেই উত্তরপ্রদেশের মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন , মুলায়ম সিং যাদব এবং ডিম্পল যাদবের রাজনৈতিক মর্যাদায় আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। মুলায়ম সিং যাদবের সময় সমাজবাদী পার্টিকে মাটিতে পা রেখে কাজ করেছে। কিন্তু অখিলেশ যাদবের সময়ে, ঠান্ডা ঘরে বসে পরিচালনা করা হচ্ছে দল এবং শুধুমাত্র ট্যুইটারেই সেই কাজ দেখা যাচ্ছে।

আরও পড়ুন : শুভেন্দুর সভার অনুমতি দিয়েও প্রত্যাহার প্রশাসনের

জয়বীর সিং আরও জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর লোকসভা উপনির্বাচনে সমাজবাদী পার্টির অবশিষ্ট ঘাঁটি মইনপুরীতে বিজেপিই জয়ী হবে। আজমগড় এবং রামপুরের পরে, মইনপুরীও এবার বিজেপির দখলে আসবে। পদ্ম নির্বাচনে লড়বে, পদ্ম উপনির্বাচনে জিতবে এবং অবশেষে পদ্মই ফুটবে।

আরও পড়ুন : টিকিট পেতে টাওয়ারে চড়লেন নেতা, জানেন কে?