চৌত্রিশ বছরে আদিবাসীদের জন্য বামেরা যা করেনি, এগারো বছরে মমতা তার চেয়েও বেশি করেছেন দাবি বিমানের

নিউজ ডেস্ক: রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের ১৮ তারিখ। তার আগেই এদিন বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। এদিনের সর্বদলীয় বৈঠকে বিজেপির কেউই উপস্থিত ছিলেন না। এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভায় সবচেয়ে বেশি গুরুত্ব বিরোধীরা পায়। সরকার ভুল করলে বিরোধীদের দায়িত্ব আঙুল দিয়ে দেখানো। বিরোধীদের সবাইকে বলার সুযোগ দেওয়া হয়।

আদিবাসী প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বলেন, ১১ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা করেছে ৩৪ বছরে বাম সরকার তা করেনি। এবং তার ফল আমাদের ভুগতে হচ্ছে। আমার মনে হয় আদিবাসীরা ক্ষুব্ধ হয়েছে। তারা যে ভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছে, যেভাবে সম্ভাষণ করেছে তাতে আমার মনে হয় না আদিবাসীরা ক্ষুব্ধ।

এদিন শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর সবসময় মনে রাখা দরকার যে আমি মানুষের প্রতিনিধি তাই যে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিরা কোনও মন্তব্য কারা আগে দশবার ভেবে কথা বলা উচিৎ। যাতে সেই কথা কারো মনে আঘাত না লাগে। রাজনৈতিক লোকেদের রাজনৈতিক কথা বলা উচিৎ। শুভেম্দু অধিকারী বললেও ভুল বলেছেন। অখিল গিরি বললেও ভুল বলেছেন।

আরও পড়ুন:  উত্তপ্ত কেশপুর, বোমার আঘাতে হাত উড়ল তৃণমূল কর্মীর

এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির একটি দলিল পাওয়া যায়। তারপরেই তাঁকে গ্রেফতারের দাবি ওঠে। এই প্রসঙ্গে বুধবার শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, একজন দালালের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেছে। তাই কেউ কেউ তাঁকে গ্রেফতারের দাবি করছেন। ইডি যদি অন্য কাউকে গ্রেফতারর করতে পারে তাহলে ওঁকে গ্রেফতার করতে পারবে না কেন?