কাঠুয়া ধর্ষণ মামলা : অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক ‌: জম্মুর কাঠুয়ায় ৮ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। নিম্ন আদালত এবং হাইকোর্টের নির্দেশ খারিজ করেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত শুভম সাংরাকে, প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।

বুধবার বিচারপতি অজয় ​​রাস্তোগি এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ জানিয়েছেন, ‘বয়স নির্ধারণের জন্য অন্য কোনও সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে চিকিৎসকদের মতামতই সঠিক পদ্ধতি হিসেবে বিবেচিত হবে। তাই আমরা নিম্ন আদালতের নির্দেশ বাতিল করছি। অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করেই বিচার চলবে।’

২০১৮ সালের জানুয়ারিতে, কাঠুয়ায় একটি আট বছরের মেয়েকে গণধর্ষণ ও হত্যা করা হয়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলা পাঠানো হয় পাঠানকোট আদালতে। সেখানে ৬ আসামিকে দোষী সাব্যস্ত করে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তদন্তে অবহেলা ও প্রমাণ নষ্টের দায়ে ৩ পুলিশ সদস্যকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : Death: প্রসূতি-মৃত্যুতে শীর্ষে কলকাতা! এর কারণ কী? কী বলছে স্বাস্থ্য দফতর? জানুন

তবে শুভম সাংরার মামলা চলছিল জুভেনাইল জাস্টিস বোর্ডে। হাইকোর্টও শুভমকে নাবালক ঘোষণা করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখে। এরপরই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর, এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই আবেদনের শুনানিতে বুধবার বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন : ভারতীয় নাগরিকদের জন্য ৩০০০ ক্ষেত্রে জব ভিসার অনুমোদন আমেরিকার