স্পোর্টস ডেস্ক: ১৩ নভেম্বর বিশ্বসেরা হয়েছে যে দল, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই দল হেরে বসল এমন এক দলের কাছে, যারা সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নক আউট পর্যায়ে যেতেই পারেনি। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতেছে ইংল্যান্ড। কিন্তু ফরম্যাট বদলে ৫০ ওভারের সাদা বলের লড়াইয়ে খেই হারিয়ে ফেলল দলটি।অ্যাডিলেডে বৃহস্পতিবার ডে – নাইট ম্যাচে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ব্রিটিশরা । হতে ৬ উইকেট আর ১৯ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারিয়ে দিল অজিরা।
টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে দেয় অস্ট্রেলিয়া। ডেভিড মালানের ১৩৪ রানে ভর করে ৯ উইকেটে ২৮৭ রান তোলে ইংল্যান্ড। ম্যাচে লড়াই করার স্কোর বোর্ডে এসে যায়। অজি বোলারদের দাপটে ১১৮ রানেই ৫ উইকেট খুইয়ে ফেলেছিল ইংল্যান্ড। তবে একটা দিক আগলে মালান খেলেন নজর টানা এক ইনিংস।জস বাটলার (২৯ রান) আর শেষদিকে ডেভিড উইলি ( ৩৪ রান) মালানকে সাপোর্ট করেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর অ্যাডাম জাম্পা।ম্যাচ জেতার জন্য টপ অর্ডারের তিনটি হাফ সেঞ্চুরি দিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে ম্যাচ জিতে নেয়।
অস্ট্রেলিয়ার ইনিংসে ডেভিড ওয়ার্নার ( ৮৬ রান), ট্রাভিস হেড (৬৯ রান) জয়ের ভিতটা বানিয়ে দেন। এছাড়া অনেকদিন পর স্টিভ স্মিথ অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড ম্যাচ হেরে গেলেও ডেভিড মালানকেই ম্যাচের সেরা হন। সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ম্যাচে এগিয়ে গেল।
ছবি : সৌ টুইটার।
Leave a Reply