Qatar World Cup 2022: ‘উট প্রহরী’রা ঘিরে রাখছে ইংল্যান্ড দলকে,হুমকিতে কড়া নিরাপত্তা!

দীপঙ্কর গুহ:

মেসি কদিন আগেই বলেছেন , এবারের বিশ্বকাপ জিততে পারে ইংল্যান্ড। প্রাক্তন অনেক ফুটবল তারকার একই রায়। আর ইংল্যান্ড এখন কাতারে পৌঁছে ‘উট’ বিভ্রাটে জেরবার। প্রথম দু’দিন উটের ডাকে সারারাত ঘুমোতে পারিনি ফুটবলাররা। এবার এক প্রাণনাশের হুমকি!

বিশেষ সূত্র থেকে নাকি জানা গেছে ইরানিরা ব্রিটিশদের মারার ছক কষছে। গোয়েন্দা প্রধানের কাছে খবর পৌঁছে গেছে : এই বছরই ইরানিয়ান খুনীরা ছক কষছে ১০ জন ব্রিটিশকে অপহরণ করার কিংবা মারার। আর তাতেই নিমেষে বদলে গেছে, ইংল্যান্ড দলের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা। আর তারজন্য ‘উট প্রহরী’ দল ইংল্যান্ড দলের মরুভূমির মাঝ থাকা হেড কোয়ার্টার তথা রিসর্টকে ২৪ ঘণ্টা ঘিরে রাখছে। এমনকি দলের গতিবিধি নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে আরও নিরাপত্তারক্ষী।

‘উট প্রহরী’দের কাতার নিরাপত্তা বাহিনীতে বলা ‘স্যান্ড স্কোয়াড’। এক একটা টিম হয় ১৪ জনের উট প্রহরী।

গোয়েন্দা সংস্থা এম এই ফাইভ ( MI5) প্রধান ম্যাককালাম জানিয়েছেন, ‘এটা কোনও মতে মেনে নেওয়া যাচ্ছে না।’ গতকালই বিদেশ মন্ত্রক থেকে সকলকে সচেতন করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ব্রিটিশরা যেন ইরান সফরে না যান।

কাতার থেকে ১৯২ মাইল দূরে ( পার্সিয়ান গালফে) ইসলামিক দেশ ইরানের কিস আইল্যান্ড। সেখানকার অসংখ্য শপিং মল, টুরিস্ট স্পট, সেখানকার রিসর্ট হোটেল – জীবনকে অন্য স্বাদে উপভোগ করার উপকরণে ঠাসা।

আর এই প্রথমবার ইংল্যান্ড ইরানের সঙ্গে ফুটবল মাঠে মুখোমুখি হতে যাচ্ছে। এবারের বিশ্বকাপে ব্রিটিশ দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এই দল। ম্যাচটি হবে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের দর্শক সংখ্যা ১০,০০০। এই ম্যাচে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ইংল্যান্ড ফুটবল দলটি যে রিসর্টে আছে, তা নিরাপত্তার বেষ্টনীতে দুর্গ বানিয়ে ফেলা হয়েছে। স্টিলের রিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে চারধার। ১০ ফুট উঁচু পাঁচিলের বাইরের দিকে ৩০ গজ পর পর নিরাপত্তা বাহিনীর লোক মোতায়েন করা হয়েছে।

কাতার পুলিশ ইংল্যান্ডের যে হোটেল ( সৌক অল ওয়াক্রা হোটেল) তার সব রাস্তা সিল করে দিয়েছে। সাদা মাথা ঢাকা ইউনিফর্মে উট প্রহরীদের ‘স্যান্ড স্কোয়াড’ সারাক্ষণ হোটেল আর আশেপাশের মরুভূমিতে চক্কর মেরে যাচ্ছে।
কাতারের আমিরের প্রাসাদ যেভাবে নিরাপত্তায় মোড়া থাকে , সেটাই করা হয়েছে ইংল্যান্ড দলের জন্য। অনেকটা বার্মিংহাম প্যালেসের মতো।

একই ভাবে ইরান ফুটবল দলের হোটেলও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই হোটেলটির নাম আল রয়্যান। কাতারের রাজধানী দোহা থেকে ২২ মাইল দূরে। সেখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। হোটেলে থাকা গেস্ট ছাড়া কারোর প্রবেশ নিষেধ।

দক্ষিণ দোহাতে পাঁচ তারা রিসর্ট কাম হোটেল আল ওয়াক্রাতে আছে ইংল্যান্ড দল। শ্রমিকরা এই ইরানকেও বিশ্বকাপে না নেওয়ার দাবি তুলেছিল। যেমনভাবে এই আসরে নেই রাশিয়া।

এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ কাতার ফুটবল সংস্থা। এমনকি ফিফাও। শুধু বলা হচ্ছে, এটা সরকারি ইস্যু।

ছবি: সৌ – দ্য সান, টুইটার।