নিউজ ডেস্ক: ফের পুরোনো মেজাজে দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এবার জেলে বসে দিলেন পুলিশের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটানোর প্রতিশ্রুতি। বীরভূমের মুকুটহীন বাদশা রাজ্য সরকারের কোন পদে নেই। নির্বাচিত কোন জনপ্রতিনিধিও নন। দলের একটি জেলা সভাপতি থাকার পাশাপাশি রাজ্য সরকারের একটি সরকারি কমিটির মাথায় আছেন। বর্তমানে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে গত ১০০ দিন ধরে আসানসোল জেলে রয়েছেন।
বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের টানাপোড়েন নতুন নয়। হাইকোর্ট ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। আপাতত শীর্ষ আদালতেই বিচারাধীন এই সংক্রান্ত মামলা। রবিবার ২০ নভেম্বর আসানসোল জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে এসে সঙ্গে থাকা পুলিশ কর্মীদের আশ্বস্ত করেন কেষ্ট। বলেন, “রাজ্য সরকার তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে।” যা শুনে তার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসেন পুলিশ কর্মীরা, এমনটাই সূত্রের খবর।
শুধু ডিএ দেওয়া নয়, আসানসোল জেলের বেশ কিছু সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনুব্রত মণ্ডল। তিনি নিজের থেকে কথা বলতে বলতে বলেন, “এখন জেলে রয়েছি। কিছু করতে পারছি না। সব জেনেছি ও শুনেছি। জেল থেকে বেরিয়ে কিছু একটা অবশ্যই করব।”
আরও পড়ুন: মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় বিধানসভা ওয়াকউট বিজেপি বিধায়কদের
২০ নভেম্বর, রবিবার সকালে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় অনুব্রতর। সে কথা আসানসোল জেলের কর্তাদের জানান তিনি। আগে থেকেই ঠান্ডা লেগে সর্দি হয়েছিল তাঁর। ফলে আর দেরি না করে তাঁকে তড়িঘড়ি কড়া পুলিশি পাহারায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এমার্জেন্সি বিভাগে প্রায় আধ ঘণ্টা ধরে অনুব্রতর একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়।
Leave a Reply