নিউজ ডেস্ক: গুজরাট নির্বাচনী প্রচারে মুখোমুখি তিন দলের তিন হেভিওয়েট। গুজরাটে (Gujarat) সোমবার তিন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমি আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ২০১৯-এর মতো ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি-কংগ্রেস-আপের প্রচার মুখ হবেন এনারাই, সেই বিষয়েও কোনও সন্দেহ নেই। এবার সেই প্রচারেই কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে এসে সুরেন্দ্রনগরের নরেন্দ্র মোদি কংগ্রেসের সমালোচনা করে বলেন,ভারত জোড়োর নামে পদযাত্রা হচ্ছে না। এটা হচ্ছে পদ পাওয়ার যাত্রা।” তিনি কংগ্রেসকে কটাক্ষ করে আরও বলেন, `মানুষ যাদের ক্ষমতাচ্যুত করেছে, তারাই আবার ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে।’
এছাড়াও নর্মদা বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলনের নেত্রী ‘উন্নয়ন বিরোধী’ মেধা পাটকরের ভারত জোড়ো আন্দোলনে যোগ দেওয়ার ঘটনা নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কারোর নাম না নিয়েই বলেন, `এক কংগ্রেস নেতা এক মহিলাকে পাশে নিয়ে হাঁটছেন যিনি গুজরাটে নর্মদা প্রকল্প প্রায় তিরিশ বছর পিছিয়ে দেন।’
রবিবার কংগ্রেস নেতা রাহুল ভারত জোড়ো যাত্রায় বলেছিলেন, “নরেন্দ্র মোদি কত ক্ষমতা বিধানসভা ভোটে গুজরাটের মানুষ তা বুঝিয়ে দেবেন।” সেই মন্তব্যকেই হাতিয়ার করে রাজনীতির লড়াইকে অন্যমাত্রা দিলেন মোদি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এর আগেও বিভিন্ন ভোটে এই একই কৌশল নিয়ে সফল হয়েছেন নরেন্দ্র মোদি। তাই এ বারেও হল
না অন্যথা।
Leave a Reply