নিউজ ডেস্ক : সচিন পাইলট ‘গদ্দার’, অশোক গেহলটের এই মন্তব্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে রাজস্থানের রাজনীতিতে। চুপ করে বসে থাকেননি সচিন পাইলটও। অশোক গেহলটকে পাল্টা জবাব দিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত জোড়ো যাত্রা রাজস্থানে পৌঁছানোর মুখেই তীব্র অস্বস্তিতে কংগ্রেস। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত হাত শিবির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ জানিয়েছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন।
শুক্রবার জয়রাম রমেশ আরও জানিয়েছেন, গেহলটের ‘গদ্দার’ বক্তব্যে আমিও হতবাক। কংগ্রেস হাইকমান্ড এবং কংগ্রেস নেতৃত্ব বিষয়টি বিবেচনা করবেন। গেহলট একজন অভিজ্ঞ নেতা এবং পাইলট একজন উদ্যমী তরুণ নেতা, কংগ্রেস শিবির উভয়েরই প্রয়োজন রয়েছে। আমার পূর্ণ বিশ্বাস, আমাদের নেতৃত্ব এমন একটি সমাধান খুঁজে বের করবেন যা সংগঠনকে অগ্রাধিকার দেবে এবং রাজস্থানের সমস্যার সঠিক সমাধান হবে।
আরও পড়ুন : হাসপাতালে দালাল চক্রের হদিশ পেলই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
আগামী সপ্তাহেই রাহুল গান্ধীর নেতৃত্বে রাজস্থানে পৌঁছাবে ‘ভারত জোড়ো যাত্রা’। তার আগেই অশোক গেহলট ও সচিন পাইলটের দ্বন্দ্ব রাজস্থানের রাজনীতিতে আরও প্রকট হতেই, তড়িঘড়ি আসরে নেমেছে দল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ জানিয়েছেন, এইসব ঘটনার থেকেও এখন গুরুত্বপূর্ণ হল ‘ভারত জোড়ো যাত্রা’। তাই কীভাবে উত্তর ভারতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ সফল করা যায়, সেইদিকেই সর্বোতভাবে গুরুত্ব দেওয়া উচিত।
আরও পড়ুন : ভারতের নতুন ইতিহাস লেখা হবে, কেউ রুখতে পারবে না হুঙ্কার অমিত শাহের
Leave a Reply