‘ভারত ভাষা সমিতি’ গঠন, ঘোষণা কেন্দ্রীয় আইনমন্ত্রীর

নিউজ ডেস্ক : ৭৩ তম সংবিধান দিবস। সেই উপলক্ষ্যে, শনিবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে, দেশে আদালতের কাজ সম্পর্কে কেন্দ্রের পক্ষ থেকে গ্রহণ করা পদক্ষেপের প্রশংসা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ক্ষেত্রেই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা জাগানোর চেষ্টা করেছেন।

কিরেণ রিজিজু আরও জানিয়েছেন, আদালতেও স্থানীয় ভাষাগুলির ওপর জোর দেওয়া হচ্ছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া, আইন মন্ত্রকের অধীনে ‘ভারত ভাষা সমিতি’ গঠন করেছে। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদে এই কমিটির নেতৃত্ব দেবেন। প্রথম পদক্ষেপ হিসাবে, আইনের বিভিন্ন শাখায় প্রায়শই ব্যবহৃত শব্দ এবং বাক্যগুলির একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন : শপথ নিয়েই রাজ্যপালের সফর দিল্লিতে, উদ্দেশ্য কী?

তিনি আরও জানিয়েছেন, লেজিসলেটিভ বিভাগ প্রায় ৬৫,০০০ টি শব্দের একটি শব্দকোষ তৈরি করেছে। আঞ্চলিক ভাষায় প্রকাশিত আইনি ভাষাগুলিকে সংগ্রহ ও ডিজিটাইজ করার পরিকল্পনাও করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়াও তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিশ্বাস, বর্তমানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো, বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস বৃদ্ধি করা। যাতে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে বলে অনুভব করে।

আরও পড়ুন : সংবিধান দিবসেই উদ্বোধন ভার্চুয়াল আদালতের, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?