ক্যামেল ফ্লুর কোপ কাতারে, বন্ধ হবে কি বিশ্বকাপ? আশঙ্কায় ফুটবল বিশ্ব

নিউজ ডেস্ক : ফুটবলপ্রেমীদের ধ্যান-জ্ঞান-চিন্তা এখন কাতার। সারা বিশ্বের প্রায় ১.২ মিলিয়ন সমর্থক কাতারে ভিড় জমিয়েছেন শুধুমাত্র ফুটবল বিশ্বকাপের সাক্ষী হতে। কিন্তু সেই বিশ্বকাপই এবার বন্ধের মুখে। হ্যাঁ, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু কেন? কারণ, ২০২২ ফুটবল বিশ্বকাপ চলাকালীনই কাতারে ক্যামেল ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউ মাইক্রোবস অ্যান্ড নিউ ইনফেকশনস জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুসারে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল সমর্থকরা কাতারে আসায়, ক্যামেল ফ্লু রোগের ঝুঁকি বেড়েছে। দেশী-বিদেশী মানুষের পাশাপাশি খেলোয়াড়রাও ক্যামেল ফ্লুতে আক্রান্ত হতে পারেন। করোনাভাইরাস এবং মাঙ্কিপক্সের মতোই মারাত্মক এই রোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ‘ক্যামেল ফ্লু ছাড়াও ত্বকের লিশম্যানিয়াসিস, ম্যালেরিয়া, ডেঙ্গি, ব়্যাবিজ, চুলকানি, হেপাটাইটিস এ এবং বি’র মতো রোগ ছড়িয়ে পড়তে পারে। পরবর্তীতে যা মহামারির আকার ধারণ করতে পারে।’ ইতিমধ্যেই তা রুখতে বিদেশি সমর্থকদের উটের পিঠে চেপে ভ্রমণে নিষেধ করা হয়েছে।

ক্যামেল ফ্লুর চোখরাঙানি বৃদ্ধি পেতেই, কাতারের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই রোগ মোকাবিলার জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমস্ত বিষয়ের উপরে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। এই রোগের সংক্রমণ থেকে বাঁচাতে বিদেশি সমর্থকদের নিয়মিতভাবে টিকাকরণ করার পাশাপাশি নিয়ম মেনে খাবার এবং পানীয় গ্রহণ করার আবেদনও করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে।

আরও পড়ুন : মাদক, সাম্প্রদায়িকতা ও জল সংকট, গুজরাট নির্বাচনী প্রচারে কংগ্রেসের ৩ হাতিয়ার

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *