তৃণমূলকে সমর্থন বিজেপির, সর্বদলীয় প্রতিনিধিদল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

নিউজ ডেস্ক: এই রাজ্যে শাসক দলের সঙ্গে বিরোধী দলের সাপে-নেউলে সম্পর্ক। অন্তত তেমনি দেখে এসেছে রাজ্যবাসী। কিন্তু এবার এক অন্য ঘটনার সাক্ষী হল রাজ্যবাসী। এই প্রথম কোনও বিষয়ে একমত হল শাসক এবং বিরোধী গোষ্ঠী। এখানেই শেষ নয়, নিজেদের দাবি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছেও যাবেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার বিধানসভায় নদী ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধি পাঠানোর প্রস্তাব পেশ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব সমর্থন করেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য শাসক এবং বিরোধীরা এক সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে যাবে। শুভেন্দু অধিকারির সঙ্গে আলোচনা করে জানাবেন বলেও জানিয়েছেন মনোজ টিগ্গা।

শাসকদলের কোন কোন বিধায়ক প্রতিনিধি হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, তা ঠিক করার দায়িত্ব শোভনদেবকে দিয়েছেন স্পিকার। বিরোধী দলের প্রতিনিধিদের নাম জানাবেন মনোজ।

রবিবারই আলিপুরদুয়ারে গিয়ে নদী ভাঙন নিয়ে বিজেপি জনপ্রতিনিধিদের আক্রমণ করেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, বিজেপির বিধায়করা মানুষের কথা ভাবেন না। মানুষকে মেরে সমর্থন আদায় করতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন: শীতবস্ত্র আসেনি কেন? সভাস্থলেই জেলা শাসককে ধমক মুখ্যমন্ত্রীর

পাল্টা রাজ্য সরকারের নিশানা করেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, ডুয়ার্স এবং আলিপুরদুয়ারের নদী ভাঙন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাতেও কান দেয়নি রাজ্য। ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠনে উদ্যোগী নয় রাজ্য। এই পদক্ষেপ রাজ্য সরকারকেই করতে হবে। এর পরেই মঙ্গলবার শাসক ও বিরোধীরা সহমত হয়ে নদী ভাঙন নিয়ে পদক্ষেপ করতে চলেছে।