২৬ বছরের যাত্রার ইতি! এনডিটিভি পদত্যাগের পর কী বললেন সাংবাদিক রবীশ কুমার

নিউজ ডেস্ক: আগেই এনডিটিভির পরিচালন গোষ্ঠী থেকে ইস্তফা দিয়েছিলেন প্রণয় রায়। ডিরেক্টর পদ ছেড়েছিলেন তাঁর স্ত্রী তথা ওই মিডিয়া হাউসের নির্বাহী পরিচালক রাধিকাও। মঙ্গলবারই সেই ইস্তফার কথা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল এনডিটিভি। এরপরেই এনডিটিভি ছাড়লেন সংস্থার সিনিয়র এগজিকিউটিভ এডিটর রবীশ কুমার। তিনি তাঁর সহকর্মীদের ইন্টারনাল মেইলের মাধ্যমে এই ইস্তফা এবং তা জরুরি ভিত্তিতে গৃহীত হওয়ার কথাও জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করে রবীশ বলেন, “সাহসী মানসিকতা না নিয়ে সাংবাদিকতা করা যায় না। নির্ভীক সাংবাদিকতাই পারে মানুষ বা সমাজের মস্তিষ্ক রুদ্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে। যেই কারণেই আমাদের মতোন আসল সাংবাদিকদের জোর গলায় বলা উচিত যে, আমরা নির্ভীক! আমাদের ভয় দেখানো এত সহজ নয়।”

পাশাপাশি, তিনি আরও বলেন,” আমি-আপনি, আমরা এমন একটি দেশের নাগরিক যাঁরা ইংরেজদের দেশ থেকে তাড়িয়েছিল। কিন্তু ভারতের সাংবাদিকতায় কোনও দিনই স্বর্ণযুগ ছিল না, তবে বর্তমানে সাংবাদিকতার ভষ্মযুগ শুরু হয়েছে। সাংবাদিকতায় যা সব ভাল রয়েছে তা ইচ্ছা করে শেষ করে দেওয়া হচ্ছে। ভারতে একাধিক নামে বহু চ্যানেল রয়েছে। তবে আখেড়ে সবই গোদি মিডিয়া।”

বিগত ২৬ বছর ধরে এনডিটিভি এবং তিনি ছিলেন সমার্থক। সেখানে রবিশ কি রিপোর্ট, প্রাইম টাইম, হাম লোগ, দেশ কি বাতের মতো একাধিক জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করতেন তিনি। তবে আদানিদের হাতে সেই চ্যানেলের রাশ যেতেই এবার এই বেসরকারি সংবাদমাধ্যম ছাড়লেন ব়্যামন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সাংবাদিক রবীশ কুমার।