স্পোর্টস ডেস্ক: একপ্রকার ভেঙে গেল সব রেকর্ড। পাকিস্তানের মাটিতে প্রায় ১৭ বছর পর নেমেছে ব্রিটিশ বাহিনী। প্রথম দিনেই ইংলিশ ব্যাটারদের ঝোড়ো ইনিংস উড়িয়ে দিয়েছিল, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলিং অ্যাটাককে। রীতিমতো দিশেহারা হয়ে পড়েন জাহিদ-হ্যারিস-মহম্মদ আলিরা। টি টোয়েন্টির স্টাইলে টেস্ট খেলে পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে বেন স্টোকসরা করলেন ৪ উইকেটে ৫০৬ রান। টেস্টের প্রথম দিনে এই প্রথম কোন দেশ করল ৫০০ রান।
ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রাউলে ও বেন ডাকেট শুরু থেকেই তুলেছিলেন ঝড়। ওপেনিং পার্টনারশিপে ক্রাউলে-ডাকেট ৩৫.৪ ওভারে করেন ২৩৩ রান। যা নিঃসন্দেহে যে কোনও ওয়ানডে স্কোরকে হার মানায়। কিছুদিন আগেই মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা, সেই মতোই রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে খেললেন বেন স্টোকস-রা।
বেন ডাকেট ১১০ বলে ১০৭ ও ক্রাউলে ১১১ বলে ১২২ রান করে আউট হন। এরপর তিনে নেমে ওলি পোপ ১০৪ বলে ১০৮ রানে আউট হন। পাঁচে নেমে হ্যারি ব্রুকও ৮১ বলে সেঞ্চুরি করেন।
এর আগে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রানের রেকর্ডটাও ছিল ইংল্যান্ডের (৪৯৮)। প্রথম দিনে খেলা হল মাত্র ৭৫ ওভার। তাঁর মানে ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে প্রতি ওভারে গড়ে ৬.৭৪ রান করল। প্রথম দিনে ইংল্যান্ডের চারজন ব্যাটার সেঞ্চুরি করলেন। এই প্রথম টেস্টের প্রথম দিনে চারজন ব্যাটার সেঞ্চুরি করলেন। যার ফলে অনায়েসেই ৫০০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড।
Leave a Reply