নিউজ ডেস্ক : সকালে অফিসের জন্য বেরোতে গিয়েই দেখলেন গাড়ির টায়ারে নেই হাওয়া। প্রতিবেশীর কাছে সাহায্য চাইতে গিয়ে জানতে পারলেন তাঁর গাড়িরও একই দশা। শুধু তাই নয়, আশেপাশের সকলের গাড়ির টায়ারের হাওয়াই কমে গেছে। এক বা দুটি নয় একসঙ্গে আটটি দেশের ৯০০ গাড়ির টায়ারের হাওয়া খুলে দেওয়া হয়েছে। অদ্ভুতুড়ে এই ঘটনায় স্তব্ধ সকলেই।
চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়তেই জানা যায়, টায়ার থেকে হাওয়া খুলে দেওয়ার নেপথ্যে রয়েছে একদল পরিবেশকর্মী। বিশ্বজুড়ে পরিবেশ দূষণ রুখতেই এই অভিনব প্রতিবাদ পরিবেশপ্রেমীদের। এই পরিবেশপ্রেমী দলটির নাম টায়ার এক্সটিংগুইশার। পরিবেশপ্রেমী সংগঠনটির দাবি, এভাবেই বিশ্বজুড়ে, পরিবেশ দূষণকারী গাড়িগুলিকে তাঁরা রাস্তায় নামতে বাধা দেবেন।
রিপোর্ট অনুযায়ী, আমেরিকার নিউইয়র্ক, নেদারল্যান্ডসের আমস্টারডাম ও এনশেডে, ফ্রান্সের প্যারিস ও লিয়ন, জার্মানির বার্লিন, বন, এসেন, হ্যানোভার ও সারব্রুকেন, ব্রিটেনের ব্রিস্টল, লিডস, লন্ডন ও ডান্ডি, সুইডেনের মালমো ইনসব্রুক, জুরিখ, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের উইন্টারথারে টায়ার থেকে হাওয়া খুলে এই বিক্ষোভ করা হয়। চলতি বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার গাড়ির চাকার টায়ার পাংচার করেছে এই পরিবেশপ্রেমীদের দল।
আরও পড়ুন : ব্রাহ্মণ-বৈশ্যদের রক্ত ঝরবে, জেএনইউ-এর ঘটনায় রিপোর্ট জমার নির্দেশ ভিসির
Leave a Reply