নিউজ ডেস্ক : ২০০৬ সালের ৪ ডিসেম্বর। অগ্নিকন্যার নেতৃত্বে আন্দোলনের অগ্নিভূমিতে পরিণত হয় সিঙ্গুর। বহুফসলি জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের হয়ে আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় অনশন। লেখা হয় কৃষক বিদ্রোহের অন্য আখ্যান। এরপর পার হয়েছে ১৬ বছর। আর তারই স্মৃতি রোমন্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইট করে আন্দোলনের দিনগুলির স্মৃতিচারণা করে মমতা জানিয়েছেন, ‘ঠিক ১৬ বছর আগে আজকের দিনেই আমি সিঙ্গুরের কৃষকদের জন্য এবং গোটা দেশের কৃষকদের জন্য অনশন শুরু করেছিলাম। এটা আমার নৈতিক কর্তব্য। যারা অসহায়, ক্ষমতার লোভে যে সকল মানুষদের উপর অন্যায় অত্যাচার করা হয়, তাঁদের পাশে আমি সর্বদা ছিলাম।’
সিঙ্গুরের কৃষক ও অবহেলিতদের জন্য একটানা অনশন করে ১৬ বছর আগেই বাংলার রাজনীতিতে ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জাতীয় রাজনীতিও আলোড়িত হয়েছিল অগ্নিকন্যার ঝাঁঝালো আন্দোলনে। সেই ঝাঁঝের সুরেই ফের মমতার বার্তা, ‘লড়াইয়ের সেই আগুন এখনও আমার বুকে জ্বলছে। কাউকেই মানুষের অধিকার কেড়ে নিতে দেব না।’
দিল্লি সফরের আগে সোশ্যাল মিডিয়ায় সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করে তাঁর লড়াকু চরিত্রের কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূলের প্রধান হিসাবে।
আরও পড়ুন : সিঁড়ি থেকে পড়ে গেলেন, গদি থেকেও কি পড়বেন পুতিন?
Leave a Reply