FIFA World Cup 2022: রোনাল্ডো বিতর্কে পর্তুগাল-মরক্কো শেষ আটে মুখোমুখি

পর্তুগাল – ৬ : সুইজারল্যান্ড – ১

মরক্কো – ৩ (০) : স্পেন – ০ (০)

স্পোর্টস ডেস্ক: পর্তুগালের অধিনায়ক – বিশ্ব ফুটবলে গোল করার রেকর্ড যাঁর দখলে সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রেখে দল দাপটে জয় নিশ্চিত করে ফেলে সুইজারল্যান্ড দলের বিপক্ষে। দলের আরেক তারকা রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ড বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় পেল রোনাল্ডোর দল। হ্যাটট্রিক সেরে ম্যাচের ৬৮ মিনিটে রামোস মাঠ ছাড়েন। আর বদলি হয়ে মাঠে ঢোকেন রোনাল্ডো।

সুইজারল্যান্ড বিরুদ্ধে রামোস প্রথম গোলটি করেন ১৭ মিনিটে, পরের গোল দুটি তিনি যথাক্রমে ৫১ ও ৬৭ মিনিটে করেন। প্রি কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল সহজে জিতে এবার শেষ আটের লড়াইয়ে নামবে মরক্কোর বিপক্ষে।

শেষ আটে মরক্কো:

বারপোস্ট বাদ না সাধলে ম্যাচটি টাইব্রেকার পর্যন্ত গড়াতো না। ম্যাচের ফলাফলও অন্য হত। স্পেনের পাবলো সারাবিয়ার নিশ্চিত গোল আটকে জয় পোস্টে। আবার পরে পেনাল্টি শুটআউটেও তাঁর শটও পোস্টে লাগল। ইয়াসিন বোনো রাখলেন দুটি শট। স্পেনকে হারিয়ে এই প্রথমবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল মরক্কো।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে ১২০ মিনিটে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৩-০ গোলে জিতেছে মরক্কো।

ছবি: সৌ টুইটার।