যিনি ধেড়ে ইঁদুর চেনেন, তাঁকেই তদন্তে ডাকা হোক: কুণাল ঘোষ

নিউজ ডেস্ক: যিনি ধেড়ে ইঁদুর চেনেন, তাঁকেই তদন্তে ডাকা হোক। এবার টুইটে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণের শব্দ চয়ন নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে। কখনো তিনি বলেছেন, দালাল মুখপাত্র, আরও ধেঁড়ে ইঁদুর বেরোবে, আবার কখনও বলেছেন, ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব। তারপরেই বুধবার টুইটে মুখ খুলেছেন কুণাল।

এদিন কুণাল বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলুক। অপরাধীরা শাস্তি পাক। যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক।’

কুণালের কথায়, ‘যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগাসিরিয়াল চালাবেন কেন? আসুন তদন্তে।’

আরও পড়ুন: সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাদু খুনের অন্যতম চক্রী জাহাঙ্গীর

এর আগেও একদিন সাংবাদিক বৈঠক করে বিচারব্যবস্থার উদ্দেশে বার্তা দিতে চেয়েছিলেন কুণাল। তৃণমূল মুখপাত্র বলেছিলেন, নিজেকে অরণ্যদেব ভাবলে দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি তাঁর ব্যক্তিগত ইচ্ছা তথা উইশ লিস্ট পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদমাধ্যমকে জানিয়ে প্রচার পেতে চান, তা হলে তা দুর্ভাগ্যের বৈকি।