FIFA World Cup 2022: ব্রাজিল চায় না টাইব্রেকার, ক্রোয়েশিয়া সেটাই চায়!

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ শেষে দলের ফুটবলারদের নিয়ে ব্রাজিলিয়ান এক টিভি চ্যানেলের জন্য একটি অনুষ্ঠান শো করছেন বড় রোনাল্ডো । এরই সঙ্গে মাঝে মধ্যেই নাকি ভিনিসিয়ুস, রদ্রিগোর মোবাইলে টেক্সট বার্তা পাঠিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তেমনই একটি টেক্সট পেয়েছেন দানিলোও। কী লিখেছেন তাঁকে রোনাল্ডো? – উত্তরে তিনি বলেন – ‘তাঁর খেলা দেখেই বড় হয়েছি। যখন ২০০২ বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়, তখন দেশের পতাকা নিয়ে রাস্তায় নেমে আনন্দ মিছিলে পা মিলিয়েছি । তাঁর অনুপ্রেরণায় ঠাসা বার্তা আমাদের আরও সাহস জুগিয়ে চলেছে।

আজ শুক্রবার। এবারের বিশ্বকাপে শেষ আটের লড়াই শুরু। এই আট দলের সামনে , আর তিনটি ম্যাচ জিতলেই বিশ্বকাপ জয়। ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় রোনাল্ডোর জুগিয়ে চলা সাহস নিয়েই মাঠে নামতে চলেছে ব্রাজিল। সাংবাদিকদের এই কথা বলতে দ্বিধাবোধ করেননি দানিলো। কিন্তু ব্রাজিল শিবির মাথায় ঘুরছে একটি বিষয়।

এই ক্রোয়েটদের একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। নকআউট পর্বের পেনাল্টি লড়াইয়ে এই দলের নার্ভ বরাবর বেশ শক্ত। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, শেষ আটটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের নকআউট পর্বে তারা সাতটি জিতেছে টাইব্রেকারে। এইবারের প্রি-কোয়ার্টার ফাইনালেই জাপানকে হারিয়েছে তারা টাইব্রেকারে । আগের বিশ্বকাপেও তারা ডেনমার্ক, রাশিয়া আর ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিল এই পেনাল্টির লড়াইয়ে।

আর এইসব হোম ওয়ার্ক করেই বেশি সতর্ক ব্রাজিল কোচ তিতে। তিনি বলেছেন,’আমাদের টার্গেট সেই একই। ম্যাচের শুরুতে গোল করতে হবে। এটা সফল হলে, ম্যাচের বাকিটা সময় চাপমুক্ত হয়েই খেলে দেওয়া যাবে। কিছুতেই চাইব না ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াক।’ ব্রাজিল কোচ তিতের এমন উত্তর শুনে উপস্থিত এক ব্রাজিলের সাংবাদিক নাকি প্রশ্ন করেন, ‘তাহলে কি ব্রাজিল নিজেদের খেলার স্টাইল থেকে বেরিয়ে আসবে?’ব্রাজিল কোচ তিতের বিচার – ভাবনা অন্য ধরনের। তাই বলতে পারেন, ‘প্রতিপক্ষকে বিচার করে পরিস্থিতি কেমন- তা ভেবেই কৌশল সাজাতে হয়।’ দানিলোও একই সুরে বলেছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলাররা সব কিছু করতে পারে। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে, যে কোনও পরিস্থিতিতে নিজেদের খেলা বদলে নিতে পারে। আর এটাই ব্রাজিল ফুটবলের আসল সৌন্দর্য।’

ক্রোয়াটদের নিয়ে সতর্ক থাকার কারণও যথেষ্ট। ক্রোয়েশিয়ায় ব্রজোভিচ, কোভোভিচ আর লুকা মডরিচের মতো অভিজ্ঞ ফুটবলাররা আছেন। তাঁদের গতি আর ক্ষিপ্রতা প্রতিপক্ষের কাছে মাথাব্যথার কারণ। জাপানের সঙ্গে ম্যাচটিতে ১৬.৭ কিলোমিটার দৌড়েছেন ব্রজোভিচ! যা কিনা বিশ্বকাপের ইতিহাসেই এখনও পর্যন্ত একজন ফুটবলারের সবচেয়ে বেশি মাঠ কভার করার রেকর্ড হয়ে গেছে। চার বছর আগে তিনি নিজেই ইংল্যান্ডের সঙ্গে এমনই এক রেকর্ড গড়েছিলেন। তা ছাড়া ক্রোয়াটদের ডিফেন্সও বেশ জমাট। তারা আবার যে কোনও ভাবে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যেতে চাইবে।

https://twitter.com/do_it__urself/status/1601028779669073920?t=bUmMlOa6c2OUoiezIq8THg&s=19

ক্রোয়াট কোচ দালিচও জানিয়ে রেখেছেন, তাঁরা তৈরি। ‘বিশ্বকাপের সেরা দল ব্রাজিল। তবে আমরাও তৈরি। ব্রাজিল কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েনি। মোটেই বলছি না ম্যাচটি ফিফটি ফিফটি । বরঞ্চ বলছি, আমরা ম্যাচটি জেতার জন্যই নামব।’হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে যে দলের আক্রমণে নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র, ক্যাসিমিরো, রাফিনহা থাকবেন- তাঁরা নিশ্চয়ই মুখে বলেই ম্যাচ জিতে নেবে না। ছন্দে থাকা ব্রাজিল ঠিক কতটা ভয়ংকর হতে পারে, তা ঠিক আগের ম্যাচেই টের পেয়েছে সুইজারল্যান্ড।

ছবি: সৌ টুইটার।