নিউজ ডেস্ক: অখিল মন্তব্যে আবারও উত্তাল রাজ্য রাজনীতি। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু প্রসঙ্গে এদিন রামনগরের বিধায়ক বলেন, ওর মৃত্যুটা হয়েছে অসুখেই। আমরা তাকে ট্রিটমেন্ট করেছি। তারপরে মারা গেছে। অনেকেই সংসশোধনাগারে অসুস্থ অবস্থায় আসেন। তাকে যথাসাধ্য সরকার চিকিৎসা করে। ভিতরে, বাইরের হাসপাতালে চিকিৎসা করা হয়। কিন্তু কেউ মারা গেলে কিছু তো করার নেই আমাদের!’ অখিলের এই মন্তব্যের পর ফের শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।
অখিলের এই মন্তব্যের পরে অনেকেই মনে করছেন, অখিল হয়ত সিবিআই হেফাজত শব্দগুলি খেয়াল করেননি। উনি মানসিক চাপে আছেন। মানসিক চাপে থাকলে এই ধরনের ভুল হয়। অন্য প্রসঙ্গে বললেও মনে হয় নিজের ব্যাপারেই বলা হচ্ছে।
এর পরেই প্রশ্ন উঠছে, অখিল কি মন্ত্রীত্ব হারানোর আশঙ্কায় ভুগছেন! সম্প্রতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার পরে সারা দেশে ক্ষোভ তৈরি হয়েছিল। অখিলের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় খোদ মুখ্যমন্ত্রীকেও। তারপরেই তাঁকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই মানসিক চাপ থেকেই গদি হারানোর আতঙ্কে ভুগছেন অখিল গিরি। সেই কারণেই ভুল বকছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আরও পড়ুন: মেডিক্যাল কলেজ: ‘অনশন না তুললে বৈঠক নয়’ জানাল স্বাস্থ্য দফতর
বগটুই গণহত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে কাঠগড়ায় সিবিআই। সিবিআইয়ের দাবি, আত্মহত্যা করেছে লালন। লালনের স্ত্রীর অভিযোগ, সিবিআই হেফাজতে খুন করা হয়েছে লালনকে। তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে, জিভ কেটে নেওয়ারও অভিযোগ করেছেন রেশমি বিবি। তার মধ্যেই বেফাঁস মন্তব্য করে বসেন অখিল গিরি।
Leave a Reply