স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠের স্লেজিংয়ের কথা সবারই জানা। ক্রিকেটে কোনও ভালো ব্যাটসম্যানকে আউট করার জন্য বা কোনও ভালো বোলারের ছন্দ বিগড়ানোর জন্য আকছার কৌশলগতভাবে স্লেজিং করে থাকেন। মনঃসংযোগ বিঘ্নিত করার জন্যই এর ব্যবহার। তবে, এবার ক্রিকেটের মাঠ ছাড়িয়ে ফুটবলেও হচ্ছে স্লেজিং। এমনই দাবি করেছে ক্রোয়েশিয়ার এক সংবাদপত্র। সেই সংবাদ পত্রের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে নাকি স্লেজিংকেই হাতিয়ার করেছে আর্জেন্টিনা।
ক্রোয়েশিয়ার ওই সংবাদ পত্রের দাবি, `লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ, ব্রুনো পেটকোভিচদের ছন্দ নষ্ট করতে আর্জেন্তিনার ফুটবলাররা ক্রোট ভাষায় উস্কানিমূলক কথা বলে উত্তেজিত করার চেষ্টা করবে। এতে ক্রোয়েশিয়ার ফুটবলারদের মাথা গরম হবে, মনঃসংযোগ হারিয়ে ফাউল করে বসবে। আর্জেন্তিনা ফুটবলারদের ঠিক এমনই নির্দেশ দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।’
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার ফুটবলার তাঁর ইউরোপিয়ান ক্লাবের কোনও এক সতীর্থকে আর্জেন্টিনার `সেমি-পরিকল্পনা’র কথা জানিয়েছেন। আর্জেন্তিনার প্রথম একাদশের নিয়মিত সেই ফুটবলার নাকি একই সঙ্গে মজা করে বলেছেন যে, তাঁরা ৬০ মিনিটের মধ্যে ক্রোয়েশিয়াকে শেষ করে ফেলবেন।
ওই সংবাদমাধ্যমের দাবি, যে নেদারল্যান্ডের বিরুদ্ধেও নাকি আর্জেন্টিনা এই একই কৌশল প্রয়োগ করেছিল। যদিও ক্রোয়েশিয়ার এই সংবাদপত্রের প্রতিবেদনে সত্যতা কতটা রয়েছে, সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ফুটবল বিশেষজ্ঞদের।