নিউজ ডেস্ক : নতুন এক ফিচার বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে এসেছে, এটা ব্যবহারকারীদের এমন বার্তা পাঠাতে দেয় যা অদৃশ্য হওয়ার আগে শুধুমাত্র একবার দেখা যায়।
মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপটির ভবিষ্যতের আপডেটে “ভিউ ওয়ান্স টেক্সট ” ফিচার যুক্ত করা হয়েছে। এই নতুন ফিচারটিতে টেক্সট মেসেজ একবার দেখার পরেই তা উধাও হয়ে যাবে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ড মেসেজ লোগো সহ একটি প্যাডলক-স্টাইলের বোতাম রাখা হচ্ছে হোয়াটস অ্যাপে। অ্যাপে এই ফিচারটির দেওয়া হবে যাতে এর সাহায্যে সহজেই অ্যাক্সেস করার যায়। এই ফিচারটির সাহায্যে, ব্যবহারকারীদের অনিচ্ছাকৃতভাবে শেয়ার করা তথ্য মুছতে হবে না, কারণ এটি প্রাপকের ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
আরও পড়ুন : সরকারের বিরুদ্ধে আন্দোলনের জেরে মৃত্যুদণ্ড দেওয়া হল ফুটবলারকে
একবার দেখা ইমেজ এবং ভিডিও যেমন ফরওয়ার্ড ও কপি করা যায়না, একইভাবে একবার দেখা টেক্সট মেসেজ ভিউ করলেও তা কপি করা যাবে না। এই মাসের শুরুতে, মেসেজিং প্ল্যাটফর্মটি অ্যান্ড্রয়েড বেটাতে একটি নতুন অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ শর্টকাটও চালু করেছে। নতুন শর্টকাটটি ‘ম্যানেজ স্টোরেজ’ বিভাগের মধ্যে স্থাপন করা হয়েছে এবং স্থান সংরক্ষণের জন্য একটি টুল হিসাবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন : চিন হিংসুটে দৈত্য, আতঙ্ক থেকেই ‘হামলা’, মত প্রাক্তন সেনাকর্তার
Leave a Reply