নিউজ ডেস্ক : চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি এবং সিকিমে তুষারপাতের পূর্বাভাস। অন্যদিকে আগামী ২৪ ঘন্টা তাপমাত্রা স্বাভাবিকের ওপরে বা স্বাভাবিক থাকতে পারে। কিন্তু সপ্তাহের শেষে পারদপতন হয়ে ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে কলকাতার তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর।
আগামী ৪৮ ঘন্টায় কমবে কলকাতার তাপমাত্র। গোটা বাংলা জুড়েই আরও একবার শীতের আমেজ অনুভব করা যাবে। বুধবারে কমল কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা ছিল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে।
২০ তারিখ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে, বিভিন্ন জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: শুটিংয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে যাওয়া হল প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডারকে
বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সম্ভবনা আছে। পাশাপাশি সিকিমে বৃষ্টি সঙ্গে তুষারপাতের ও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Leave a Reply