নিউজ ডেস্ক : শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। শুধু শাসক দল নয়, এই ইস্যুকে ঘিরে এবার কটাক্ষের সুর শোনা গেছে দলের অন্দরেই। নাম না করে, শুভেন্দু অধিকারির সভা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, কিছু পাওয়ার লোভ দেখিয়ে টেনে আনাকে সমর্থন করি না।
প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতির প্রয়োজন ছিল। এ রাজ্যের মানুষ কিছু পাবে শুনলেই দৌড়ায়। লক্ষীর ভাণ্ডারেও এই ধরনের ঘটনা ঘটেছে। দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে।
বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি, শুভেন্দুকে কটাক্ষ করে জানিয়েছেন, তারিখ পে তারিখ। আমি কোনও তারিখের রাজনীতি করি না। কারণ আমার মতে শুধু ভোটটা তারিখ মিলিয়ে হয়। হ্যাঁ, কিছু ঘটনা কারওর হাতে থাকে না। কিছু ঘটনা ঘটেছে। যা না হলেই ভাল হত। ২১ তারিখ এলে বোঝা যাবে বাকিটা। প্রত্যেকে নিজের মতো করে রাজনীতি করে। কথা বলে। স্টাইল আলাদা। মানুষ ঠিক করে দেয় এর মধ্যে কে ঠিক, কে ভুল।
বুধবার আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শিশুসহ অন্তত ৩ জনের। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। পুলিশের অনুমতি ছাড়াই আয়োজিত এই অনুষ্ঠানে বিশৃঙ্খলা হওয়ায়, শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কের আগুনে এবার ঘি ঢেলেছে খোদ দিলীপ ঘোষ।
আরও পড়ুন : অনুমতি ছাড়াই অনুষ্ঠান শুভেন্দুর, পদপিষ্ট হয়ে মৃত্যু শিশুসহ ৩ জনের
Leave a Reply