সপ্তাহের শেষে আবারও পারদ পতনের সম্ভাবনা,জানাল হাওয়া অফিস

নিউজ ডেস্ক : আগামিকাল থেকে কলকাতায় উত্তরের হাওয়া বাড়ার সম্ভাবনা। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হওয়া শুরু হয়ে গিয়েছে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে বলে জানাল হাওয়া অফিস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেশ কিছুটা নামবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশার সতর্কতা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি,দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলায় আকাশ পরিষ্কার থাকবে। সামনের শনি ও রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদের।

অন্যদিকে ,আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে অবস্থান করছে। আগামী কয়েক দিনে এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাবে। ওই এলাকায় সমুদ্রে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন : পাপ্পু কটাক্ষ থেকে গুজরাট নির্বাচন, লোকসভায় নির্মলা-মহুয়া বাগযুদ্ধ