করোনা ঠেকাতে চিনা বিমান নিয়ন্ত্রণ করতে কেন্দ্রকে আবেদন তৃণমূলের

নিউজ ডেস্ক: চিনে আবার ভয়ঙ্করভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সংক্রমণের ঢেউ যাতে ভারতে ঢুকতে না পারে সেই কারণেই সংসদে কঠোরভাবে করোনাবিধি লাগু করার জন্য আবেদন করেছেন বিরোধী দলগুলি। চিন থেকে আসা সমস্ত বিমান ও বিমান যাত্রীদের ওপর কঠোর করোনা বিধি আরোপ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে তৃণমূল সরকার।

দেশে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পশ্চিমবঙ্গেও নতুন করে করোনায় আক্রান্ত ও মৃতের তেমন কোনও খবর নেই। এই পরিস্থিতিতে চিন থেকে ভারতে আসা সমস্ত বিমানের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য আবেদন করেছে তৃণমূল। চিন থেকে ভারতে আসা নাগরিকদের ওপর নজরদারি বাড়ানোর আবেদন করেছে তৃণমূল।

প্রথমবার দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে সমস্ত বিরোধীদলগুলি কেন্দ্রের মোদি সরকারের কাছে আবেদন করেছিল  প্রথমেই বিমান পরিষেবা নিয়ন্ত্রণ করতে। কিন্তু বিরোধীদের সেই কথা গুরুত্ব দেয়নি মোদি সরকার। তারপরেই দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। খুব দ্রুত তা ভয়াবহ আকার নেয়। লকডাউনের পথে হাঁটতে হয় দেশ ও সমস্ত রাজ্যগুলিকে। সেই পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়ে দেশের অর্থনীতি। থমকে যায় উন্নয়ণের চাকা। রাজ্যে সেই রকম পরিস্থিতি যাতে আর না তৈরি হয় তাই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে তৃণমূল।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *