রাহুলের ভারত জোড়ো যাত্রায় কঠোরভাবে কোভিড বিধি লাগু করতে চায় কেন্দ্র

নিউজ ডেস্ক: কোভিড বিধি না মানলে রাহুলের ভারত জোড়ে যাত্রা স্থগিত করে দেওয়া হবে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক এই মর্মে কংগ্রেসকে নির্দেশিকা পাঠিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, চিনে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তা যথেষ্ট উদ্বেগের। এই পরিস্থিতে রাহুলের ভারত জোড়ো যাত্রায় কঠোরভাবে করোনা বিধি মেনে চলা উচিৎ। কংগ্রেস এবং অশোক গেহলটকে পাঠানো চিঠিতে কেন্দ্রের এই নির্দেশের কথা জানানো হয়েছে।

কিছুদিনের মধ্যেই রাহুলের যাত্রা দিল্লি পৌঁছবে। কংগ্রেস চাইছে রাজধানিতে রাহুলের পদযাত্রা প্রবেশের দিন বিশাল সমাবেশ করতে। কেন্দ্রীয় সরকারের কভিড নির্দেশিকা নিয়ে রাহুলের পদযাত্রা ঘিরে মানুষের যে উন্মাদনা দিন দিন বাড়ছে তাতে বিজেপি শংকিত। তাতে বিজেপির ওই আশংকা থেকে পরোক্ষে ভারত জোড়ো যাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই কোভিড বিধিকে ব্যবহার করতে চাইছে মোদি সরকার। কংগ্রেসের আরও অভিযোগ সারা পৃথিবীতে যখন কোভিড ছড়িয়ে পড়ছিল তখন সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় সরকারকে কোভিড বিধি লাগু করার আর্জি জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার সে কথায় কর্ণপাত করেনি বলেই বিরোধীদের অভিযোগ। উল্টে সেই সময় তারা মোদির নেতৃত্বে একাধিক জমায়েত এবং কর্মসূচি করেছে।

আরও পড়ুন: করোনা ঠেকাতে চিনা বিমান নিয়ন্ত্রণ করতে কেন্দ্রকে আবেদন তৃণমূলের

এই পরিবর্তিত পরিস্থিতিতে সারা বিশ্বেই যখন কোভিড শেষ হয়ে যাওয়ার মুখে তখন চিনের উদাহরণ টেনে আসলে তারা রাহুলের প্রতি সাধারণ মানুষের জনসমর্থণের ওপর রাশ টানার চেষ্টা করছে বলে অভিযোগ কংগ্রেসের।