নিউজ ডেস্ক : গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ‘আদায় কাঁচকলা’ সম্পর্ক দেখেছে রাজ্য। কিন্তু রাজ্যপাল বদলের সঙ্গেই বন্ধ হয়েছে সেই চ্যাপ্টার। শুরু হয়েছে নতুন অধ্যায়। আর নতুন অধ্যায়ের শুরুতেই চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় উভয়ের মধ্যে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যপালকে মেরি ক্রিসমাস ও নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটা আমাদের রীতি।’
রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমাদের রাজ্যপাল অত্যন্ত ভদ্রলোক। তিনি খুব ভাল ব্যবহার করেছেন। রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক এতই ভাল আমার মনে হয় আর কোনও সমস্যা হবে না। আমাদের সমস্যা হলে খোলাখুলি আলোচনা করতেই পারি। আলোচনা করে সব সমাধান হয়ে যাবে। উনি রাজ্য সরকারকে পূর্ণ সহযোগিতা করছেন। আমরা কৃতজ্ঞ।’
আরও পড়ুন : তাওয়াং উত্তেজনা : সংসদের অধিবেশন বয়কট বিরোধীদের
Leave a Reply