স্পোর্টস ডেস্ক: মেসির বিশ্বকাপ জয়ের রেশ এবার সুদূর আর্জেন্টিনা থেকে এল ভারতে। ১৯৮৬ বিশ্বকাপের পর দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আবারও বিশ্ব সেরা হয়েছে আর্জেন্টিনা। এই বহু অপেক্ষার জয় শুধুই আর্জেন্টাইনদের নয়, মেসির বিশ্বকাপ জয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি-কোটি আর্জেন্টিনার সমর্থকদের উপরেও সমান প্রভাব ফেলেছে। এবার বিশ্বসেরা মেসির জ্বরে মাতলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
ফুটবল যুবরাজ বিশ্বকাপ জয়ের পর নিজের সই করা জার্সি উপহার পাঠালেন অমিত শাহ পুত্রকে। গভার্নিং কাউন্সিলে ভারতীয় ক্রিকেটারর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি প্রজ্ঞান ওঝা জয় শাহের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে এই ওঝা এবং শাহ মেসির সই করা জার্সি ধরে রয়েছেন।
প্রজ্ঞান ওঝা নিজের ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, “সর্বকালের সেরা মেসি, শুভেচ্ছা এবং তাঁর সই করা জার্সি পাঠিয়েছেন জয় ভাইকে। আশা করি আমিও একটি পাব।”
বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার কিংবদন্তি হয়ে যাওয়া ১৯৮৬ বিশ্বকাপের পর দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আবারও বিশ্ব সেরা হয়েছে আর্জেন্টিনা। টাই ব্রেকারে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে পরাজিত করে ফ্রান্সকে।