নিউজ ডেস্ক : কয়েকমাস আগেই দ্য কাশ্মীর ফাইলস সিনেমাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই, কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার স্মৃতি উসকে দিয়ে শুরু হয়েছে জঙ্গিদের টার্গেট কিলিং। উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ।
জঙ্গিদের চোখরাঙানিতে ফের জম্মু ও কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। সোমবার ডেমোক্রেটিক আজাদ পার্টির প্রধান ডেমোক্রেটিক আজাদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ জানিয়েছেন, কাশ্মীরের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে কাশ্মীরি পন্ডিত কর্মচারীদের সাময়িকভাবে জম্মুতে স্থানান্তরিত করা উচিৎ।
বিগত কয়েক দিন কাশ্মীরি পণ্ডিতদের কাছে বেশ কয়েকটি হুমকি চিঠি এসেছে। গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন তুলে গুলাম নবি আজাদ আরও জানিয়েছেন, চাকরির চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। তাই কাশ্মীরি পণ্ডিতদের জম্মুতে স্থানান্তর করা উচিৎ সরকারের। পরিস্থিতির উন্নতি হলে তবেই তাদের ফিরিয়ে আনতে হবে।
Leave a Reply