জামিন নাকি কাঁটা? অনুব্রত মামলায় পথ সাফ ইডির!

নিউজ ডেস্ক : শিবের মামলায় স্বস্তি কেষ্টর। দুবরাজপুর আদালতে জামিন মিলল অনুব্রতর। কিন্তু এই জামিন কি আদৌ স্বস্তি, নাকি কাঁটা? শিবঠাকুর মণ্ডলের মামলা রুখে দিয়েছিল অনুব্রতর দিল্লিযাত্রা। তবে মঙ্গলবার সেই মামলায় জামিন মঞ্জুর হতেই কি এবার খুলে গেল ইডির পথ? এবার কি তিহার জেলে নিয়ে যাওয়া হবে বীরভূমের দাপুটে নেতাকে? সেইদিকেই নজর সকলের।

শিবঠাকুর মণ্ডলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুবরাজপুর আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। শুনানি চলাকালীন অভিযোগকারী ও অভিযুক্ত দুজনের সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে দাবি সরকারি আইনজীবীর। এরপরই সরকারি আইনজীবীর পক্ষ থেকে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদনও জানানো হয় আদালতে। কিন্তু তা খারিজ হয়।

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। সেই আবেদনে সায় দিয়ে দুবরাজপুর আদালতের বিচারক অরিত্রিকা দাস জামিন মঞ্জুর করেছেন কেষ্টর। ২ হাজার টাকার বিনিময়ে তাঁকে দেওয়া হয়েছে জামিন। ওই মামলার পরবর্তী শুনানি ১ জানুয়ারি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ২০২১ সালে শিবঠাকুরকে গলা টিপে খুন করার চেষ্টার মামলায় অনুব্রত জামিন পাওয়ায় কি এবার গরু পাচার মামলায় ইডির চাপের মুখে পড়বেন তিনি?

আরও পড়ুন : Kolkata Metro: ৪০ মিনিটের হয়রানির পর স্বাভাবিক মেট্রো চলাচল