Ratan Tata Birthday: ৬২-র ইন্দো-চায়না যুদ্ধেই প্রেমিকাকে হারিয়েছিলেন রতন টাটা, জানেন?

নিউজ ডেস্ক: জামশেদজি নাসেরওয়ানজি টাটার যোগ্য উত্তরসূরি। রতন টাটা। ১৯৯১ থেকে ২০২২, ৩০ বছরেরও বেশি সময় ধরে টাটা সন্স সংস্থার অভিভাবকের জন্মদিন। ২৫ বছর বয়সে শুরু করেন নিজের কেরিয়ার। ১৯৬২ সালে ভারতে ফিরে আসার আগে আমেরিকায় জোন্স অ্যান্ড এমন্স সংস্থাতেও ছিলেন অন্যতম সফল ভারতীয় শিল্পপতি তথা টাটাগোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের অনুপ্রেরণার হল ৮৫ বছর পূর্ণ।

সফলতার শুরুর দিন থেকেই অগণিত ভক্ত সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর। ছুঁয়েছেন একের পর এক মাইলফলক। মানুষের কল্যাণেও নানান কাজ করেছেন তিনি। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন দেশের অন্যতম সফল শিল্পপতি রতন টাটা। তিনি তার পরোপকারের জন্য যতটা বিখ্যাত , ততটাই বিখ্যাত তাঁর ব্যবসায়িক নীতির জন্য। এমনকি সিঙ্গুর আন্দোলনও আঁচ ফেলতে পারেনি তাঁর ভাবমূর্তিতে।

জীবনে একের পর এক মাইলফলক ছুঁলেও, একাই কাটিয়ে দিয়েছেন জীবনের সোনালী দিন গুলি। একাধিক বার জীবনে সম্পর্ক এলেও, পরিণয়সূত্রে বাঁধা পড়া হয়নি রতন টাটার। তা নিয়েও যথেষ্ট খোলামেলা তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “চার-চার বার বিবাহবন্ধনে প্রায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু কোনও না কোনও কারণে, কিছু না কিছু আতঙ্ক কাজ করেছে আমার মনে। প্রতি বারই তাই পিছিয়ে এসেছিলাম।”

আমেরিকার লস অ্যাঞ্জেলসে একবার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল রতন টাটার। বিয়েও করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু ওই সময় ৬২-র ইন্দো-চায়না যুদ্ধ চলাকালীন টাটা পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ায় ফিরে আসতে হয় তাঁকে। কিন্তু তাঁর জীবনের সেই নারী আর ভারতে আসতে পারেননি। পরিবারের আপত্তি থাকায় রতন টাটাকে বিয়ে করেননি বলে জানিয়েছিলেন শিল্পপতি নিজেই।

মুম্বই এবং সিমলায় কেটেছে স্কুলজীবন। নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলেও পড়াশোনা করেন। পরি আমেরিকার নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল, কর্নেল ইউনিভার্সিএবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান নিযুক্ত হন রতন টাটা। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম গাড়ি, টাটা ইন্ডিকা বাজারে আসে রতন টাটার হাত ধরেই। অটো এক্সপো এবং জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো-য় জায়গা পায় টাটা ইন্ডিকা গাড়িটি। ২০০৮ সালে দেশের অটো ইন্ডাস্ট্রিতে সর্বকালের সস্তার গাড়ি লঞ্চ করেছিলেন তিনি নিজেই। এটা ছিল রতন টাটার স্পেশ্যাল প্রজেক্ট। গাড়িটির কম দাম হওয়ার জন্য গাড়িটি দেশ জুড়েই জনপ্রিয়তা পায়।

শুধু চার চাকাতে আটকে থাকার ইচ্ছা ছিল না কখনওই। উড়ানের প্রতি বিশেষ আসক্তি রয়েছে রতন টাটার। ২০০৭ সালে F-16 ফ্যালকন ওড়ানো প্রথম ভারতীয় পাইলট ঘোষিত হন। ১৯৩২-এ প্রথমবার বিমান ওড়ায় টাটা এয়ারলাইনস। পরে সেই সংস্থার নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া।

কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে বিপুল লোকসান হয় এয়ার ইন্ডিয়ার। এই অবস্থা থেকে আবারও ১০০ শতাংশ শেয়ার কিনে নেন রতন টাটা। ২০২২ সালের জানুয়ারি মাসের শেষের দিকেই মহারাজা-কে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় টাটা সন্সের হাতে। টাটা গ্রুপের হাতে বর্তমানে রয়েছে দুটি উড়ান সংস্থা- এয়ার এশিয়া ও ভিস্তারা।