নিউজ ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার আরও ১৪৩ জনের চাকরি গেল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই ১৪৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তাঁরা যাতে আর বেতন না পান রাজ্য সরকারকে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। অন্যদিকে এদিনই কোর্টের নির্দেশে চাকরি ফিরে পেয়েছেন দুই প্রাথমিক শিক্ষক। আবার তাঁদের বেতন চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর কোর্টের নির্দেশে ২৬৮ জন চাকরি হারিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি হারানো বেশ কয়েকজন। সুপ্রিমকোর্ট তখন নির্দেশ দেয়, ২৬৮ জনের বক্তব্যই শুনতে হবে কলকাতা হাইকোর্টকে। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৫০ জনকে হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী, জানেন কতটা ভয়ঙ্কর ২০২৩
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই ১৪৬ জন আবেদন করেন। এঁদের মধ্যে চাকরি হারিয়েছেন ১৪৩ জন। বাকি তিন জনের মধ্যে তরুণ কারক ও প্রসেনজিৎ ভট্টাচার্যকে চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তাঁদের বেতন চালু করারও নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সমস্ত নথি খতিয়ে দেখে আবার শুনানি হবে এক আবেদনকারীর।
Leave a Reply