স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে বহু ঝড় সামলেছেন চেতন শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরেই গোটা নির্বাচক কমিটিকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হন চেতনও। অনেকেই মনে করেছিলেন বদল আনার জন্যই এমন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে চেয়ারম্য়ান পদে থেকে গিয়েছিলেন চেতন। সেই তিনিই সব হিসেব বদলে হলেন নতুন কমিটির চেয়ারম্য়ান। পাঁচ সদ্যসের এই নির্বাচন কমিটি বেছে নেওয়ার দায়িত্বে ক্রিকেট উপদেষ্টা কমিটির অশোক মলহোত্র, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক।
৬০০ জন আবেদন করেছিলেন বোর্ডেন নির্বাচন কমিটির সদস্য হতে চেয়ে। তাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের নামী-অনামী অনেকেই আবেদন পত্র পাঠিয়েছিলেন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির কাছে। শনিবার বিকেলে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির পাঁচ জনের নির্বাচন কমিটিতে চার সদস্য অবশ্য় নতুন।
বাকি সদস্য করা?
কমিটির বাকি চার সদস্যরা হলেন শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দোপাধ্যায় এবং শ্রীধরন শরৎ। চেতন নির্বাচক প্রধান হিসাবে কাজ করবেন। তাঁর সঙ্গে থাকা শিবসুন্দর মধ্যাঞ্চলের প্রতিনিধি। দক্ষিণাঞ্চলের প্রতিনিধি শরৎ, পশ্চিমাঞ্চল থেকে আঙ্কোলা এবং পূর্বাঞ্চলের প্রতিনিধি সুব্রত।
সামনেই ভারতের নিউ জিল্যান্ড সফর। দল বাছবে নতুন নির্বাচক কমিটি। বোর্ড মনে করেছে চেতনের থেকে যোগ্য লোক এই মুহূর্তে কেউ নেই। ক্রিকেট উপদেষ্টা কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তাঁদের সিদ্ধান্ত, চেতন যথেষ্ট অভিজ্ঞ এবং দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও আছে তাঁর। হঠাৎ তাঁকে বদলানো উচিত হবে না বলেই মনে করেছে উপদেষ্টা কমিটি। চেতন খুব ভালো করেই জানে কী ভাবে ২০২৩ সালের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল।
Leave a Reply