স্পোর্টস ডেস্ক: একবার হাতের মুঠোয়, আবার একবার হাত থেকেই ফস্কে যাওয়া। বিশ্বকাপের নাটক যেন কখনোই পিছু ছাড়েনি তাঁর। প্রথমবার বিশ্বকাপ পাওয়া, দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হার। এ যেন ভুলতে না পারা দুঃস্বপ্ন। ২০১৮ সালে যার হাত ধরে বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিল এমবাপে, গ্রিজম্যানরা। অবশেষে দেশের জার্সি পরে আর মাঠে নামা হবে না হুগো লরিসের। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললেন ৩৬ বছরের এই তারকা গোলরক্ষক।
ক্লাব ফুটবলে টটেনহ্যাম হটস্পারে খেলেন লরিস। ৩৬ বছরের এই গোলরক্ষক ফরাসি সংমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, `আমার মনে হয় দেশের হয়ে আর কিছু দেওয়ার দেওয়ার নেই। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালাম। সামনে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে। আমার মনে হয়, এটাই সঠিক সময় অবসর ঘোষণার।’ তাঁর বদলে দলে কে সুযোগ পাবেন? এই প্রশ্নের উত্তরে লরিস বলেন, “ আমার পছন্দের তালিকায় সবচেয়ে উপরে রয়েছেন মাইক মাইগনান”।
দেশের হয়ে রেকর্ড সংখ্যক ম্যাচ খেলেছেন তিনি। কাতার বিশ্বকাপের সময়ই ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েন।তাঁর আগে ফ্রান্সের হয়ে শেষ ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্য়াচ খেলার নজির ছিল লিলিয়ান থুরামের। ফ্রান্সের হয়ে ১৪২ ম্যাচ। কাতার বিশ্বকাপে সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন। মোট ১৪৫ ম্যাচ খেলে অবসর ঘোষণা লরিসের। ২০০৮ সালে ২১ বছর বয়সে উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় বিশ্বের এক সময়ের এক নম্বর গোলরক্ষকের।