নিউজ ডেস্ক: বিজেপির যুব নেতাকে ‘ বিজেপির ভিআইপি বাচ্চা’ বলে বেনজির কটাক্ষ করলেন কংগ্রেস মুখপাত্র। সম্প্রতি রণদীপ সিংহ সূরযেওয়ালা একটি টুইট করে লেখেন, ‘বিজেপির ভিআইপি বাচ্চা! বিমান সংস্থার সাহস কীভাবে হল এই নিয়ে অভিযোগ করার? বিজেপির জন্য এই নিয়ম তো খাটে না! এতে কি যাত্রীদের নিরাপত্তায় ব্যাঘাত হল না? ওহ, আপনি বিজেপির ভিআইপিদের কোনও প্রশ্ন করতে পারবেন না!’ কিন্তু কেন এমন কটাক্ষ করলেন কংগ্রেস মুখপাত্র?
ঘটনাটি ঘটে ১০ ডিসেম্বর চেন্নাই বিমানবন্দরে। ওইদিন ইন্ডিগোর ফ্লাইট 6E-7339 চেন্নাই থেকে যাওয়ার কথা ছিল তিরুবনন্তপুরম। মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক যাত্রী মাঝ আকাশে বিমানের আপত্কালীন দরজা খুলে দিয়েছিলেন। এবার সেই যাত্রীর নাম সামনে এসেছে। তিনি অন্য কেউ নন, বিজেপি সাংসদ তথা দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। বিমানে উপস্থিত এক যাত্রী দাবি করেছেন, ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে ছিলেন বেঙ্গালুরু দক্ষিণের এই সাংসদ।
ওইদিনের বিমানে থাকা এক যাত্রীর দাবি, বিমানে সব যাত্রী উঠে যাওয়ার পর বিমানে ওঠেন তেজস্বী সূর্য। তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট কে আন্নামালাই। তাঁরা বসেন ইমার্জেন্সি দরজার পাশে। দুজনে গল্প শুরু করেন। এইসময় আচমকাই দরজার হ্যান্ডেলে হাত রাখেন তেজস্বী এবং লিভারে চাপ পড়ে য়ায়। তাতেই দরজা খুলে যায়। সেইসময় বিমান রানওয়ের দিকে এগোতে শুরু করেছে। ওই ঘটনার পরই বিমানটিকে ফিরিয়ে এনে সব যাত্রীদের নামিয়ে বিমানের দরজা পরীক্ষা করা হয়। ফলে ফের বিমান ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায়। সূত্রের খবর ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তেজস্বী।
Leave a Reply