কলেজিয়াম বিতর্কে উপরাষ্ট্রপতিকে কটাক্ষ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির

নিউজ ডেস্ক: কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতিদের নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিংটন ফালি নরিম্যান। তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে কটাক্ষ করার পাশাপাশি কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে মনে কিরিয়ে দিয়েছেন, আদালতের রায় ঠিক হোক বা ভুল তা মানতে বাধ্য।

সম্প্রতি একটি জনসভায় অংশ নিয়েছিলেন প্রাক্তন বিচারপতি নরিম্যান। এদিন তিনি বলেন,  ”আমরা শুনেছি এই পদ্ধতির বিরুদ্ধে আইনমন্ত্রী কী ধরনের আপত্তিকর কথা বলেছেন। একজন নাগরিক হিসেবে আমি সমালোচনা করতে পারি। কোনও সমস্যা নেই। কিন্তু আমি এখন শুধুই নাগরিক। আপনি কর্তৃপক্ষ। আর কর্তৃপক্ষ হিসেবে আপনি রায় মেনে নিতে বাধ্য, সেটা ভুল হোক বা ঠিক।”

কলেজিয়াম বিতর্ককে কেন্দ্র করে কেন্দ্র এবং বিচারব্যবস্থার বিবাদ প্রসঙ্গে সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় বলেছিলেন, সুপ্রিম কোর্ট সংসদ ভবনকে অবজ্ঞা করেছে। আর সংসদকে অবজ্ঞা করা মানে মানুষের ইচ্ছাকে অবজ্ঞা করা। কারণ সংসদের সিদ্ধান্তে মানুষের ইচ্ছাই প্রতিফলিত হয়। তিনি প্রশ্ন তোলেন মূল পরিকাঠামো নিয়েই।

ধনখড়ের সেই প্রশ্নের জবাবে দিতে গিয়ে প্রাক্তন বিচারপতি নরিম্যান বলেন, ওই পরিকাঠামোই কিন্তু বজায় থাকবে। তাঁর কথায়, ”ঈশ্বরকে ধন্যবাদ, এটা বজায় থাকছে।” পাশাপাশি কেন্দ্র যেভাবে কলেজিয়ামের সুপারিশগুলির বিবেচনায় বিলম্ব করছে, সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।