নিউজ ডেস্ক: বিডিওকে তাড়ানোর হুঁশিয়ারি দেওয়ারর পর এবার পুলিশকে ঘাড় ধাক্কা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে নাম জড়ালেন বাঁকুড়ার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। তৃণমূল বিধায়কের এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে সিপিএম এবং বিজেপি দুই দলই নিশানা করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ‘দিদির দূত’ হয়ে সম্প্রতি বাঁকুড়ার সিমলিপাল থানার দুবরাজ পুর গ্রামে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। সেখানে সভাও করেন তিনি। ওই সভাতেই তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আগে একটা সরকার ছিল। তখন থানায় ডায়েরি করতে গেলে দারোগা বাবুরা গাঁয়ের লোকের ডায়েরি নিত না। লোকাল কমিটি থেকে টেলিফোন না করলে পুলিশ তা ছুড়ে ফেলে দিত।’’
এরপরেই বাম আমলের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে তিনি বলেন, ‘আজ আপনি থানায় যান। কোনও অভিযোগ করুন। পুলিশ আধিকারিক আপনার অভিযোগ লিপিবদ্ধ করতে বাধ্য। যদি কোনও পুলিশ আধিকারিক গ্রামের অত্যাচারিত মানুষের অভিযোগ লিপিবদ্ধ না করেন তা হলে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারকে একটা টেলিফোন করুন। ২৪ ঘণ্টার মধ্যে সেই থানা থেকে পুলিশ আধিকারিককে ঘাড় ধাক্কা দিয়ে বিতাড়িত করা হবে।’’
অরূপ চক্রবর্তী যে প্রথমবার বিতর্কে নাম জড়ালেন এমন নয়। এর আগে বিডিওদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে নাম জাড়িয়ে ছিলেন অরূপ। তালডাংরার এক সভায় তিনি বলেন, ‘‘দোতলা বাড়ির মালিক আবাস যোজনায় বাড়ি পেলে সংশ্লিষ্ট এলাকার বিডিওকে তাড়িয়ে দেওয়া হবে।’’
Leave a Reply