নিজের পদটাকেই মর্যাদাহীন করে ফেলছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মন্তব্য সুজন চক্রবর্তীর

নিউজ ডেস্ক: ‘‘রাজ্যপাল একদিন মুখ্যমন্ত্রীকে সর্বপল্লি রাধাকৃষ্ণনের সঙ্গে তুলনা করেন! তার পরে আবার রাজ্যের বিষয়ে কড়া বিবৃতি দেন। উনি তো এই ভাবে নিজের পদটাকেই মর্যাদাহীন করে ফেলছেন। এক একদিন এক এক রকমের কথা বলছেন!’’ শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রসঙ্গে এমনই মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রশ্ন উঠছে ঠিক কী করণে এমন মন্তব্য করলেন বাম নেতা।

গটনার সূত্রপাত শনিবার সকালে। এদিন হঠাৎই রাজভবনে পৌঁছে যান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। গেরুয়া শিবিরের একাংশের মতে, আসন্ন পঞ্চায়েত ভোটে হিংসার আশঙ্কার কথা জানাতেই তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এবং একাধিক অভিযোগ সম্বলিত একটি অভিযোগ পত্র রাজ্যপালের হাতে তুলে দেন।

রাজ্যপালের সঙ্গে দুঘন্টা বৈঠকের পরেই রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে সি ভি আনন্দ বোস রাজ্যের বিষয়ে বেস কয়েকটি কড়া অবস্থান নিয়েছেন।

বিবৃতিতে রাজভবন জানিয়েছে, গত দুমাসের অভিজ্ঞতায় মূলত তিনটি বিষয়ের কথা উল্লেখ করা দরকার। প্রথমত, ভারতের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা। দ্বিতীয়ত, আইনের শাসন নিশ্চিত করা এবং তৃতীয়ত, বাংলার মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করা। এর পরেই বিজেপি সভাপতির সঙ্গে তাঁর কথোপকথনের ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস। সেখানেই তিনি জানিয়েছেন সুকান্ত তাঁর কাছে রাজ্যে দুর্নীতি ও বেনিয়মের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে আগাম সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন।