নিউজ ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই শনিবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবারই নিউটাউনের এক হোটেলে নাড্ডার সঙ্গে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়া বিজেপির পক্ষে অসম্ভব। তাই যে সমস্ত আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে না সেখানে তৃণমূলকে আটকাতে বাম এবং কংগ্রেসের সঙ্গে অঘোষিত জোট করতে চলেছে বিজেপি। শনিবারের বৈঠকে কেন্দ্রের সেই অনুমোদনই আদায় করে রাখল বঙ্গ বিজেপি নেতৃত্ব।
বৈঠক শেষে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বলেন, “বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সব জায়গাতে প্রার্থী দেব। যেখানে দেব না সেখানে কেন দেব না সেটা পরে বুঝতে পারবেন।”
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সুকান্তর এই বক্তব্য থেকেই স্পষ্ট পঞ্চায়েত ভোটেও অঘোষিতভাবে রাম-বাম আঁতাত থাকবে। ঘনিষ্ঠ সূত্রে খবর, শনিবারের বৈঠকে বুথ কমিটি গঠন না হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নাড্ডা। তবে তাৎপর্যপূর্ণ ঘটনা হল, কোর কমিটির ওই বৈঠকে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠছে এখানেই বীরভূমে শুভেন্দুর সভা বিকেলে শেষ হয়ে গেলেও কোর কমিটির বৈঠকে কেন তিনি উপস্থিত হলেন না?
Leave a Reply