শিশিরকে ফাঁসাতেই কী ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

নিউজ ডেস্ক: অ্যাকাউন্ট খোলা হয়েছে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে। কিন্তু যার নামে খোলা হয়েছে এই অ্যাকাউন্ট তিনি কিছু জানেনই না। এই ঘটনা জানতে পারার পরেই তদন্তের জন্য খোদ দেশের অর্থমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অ্যাকাউন্ট হোল্ডার।

যার নামে অ্যাকাউন্টটি খোলা হয়েছে তিনি আর কেউ নন, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির আধিকারী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে তিনি জানিয়েছেন, তাঁর নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টটির বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি সামনে আসতেই ব্যাঙ্কের ম্যানেজারকে নোটিস পাঠিয়েছেন শিশির অধিকারী। চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকেও।

এই বিষয়ে শিশির অধিকারীর বলেন, আমাকে ফাঁসানোর অভিসন্ধি থাকতে পারে। সবটাই তদন্তের জন্য নির্মলা সীতারমণকে জানিয়েছি। শিশির অধিকারীর দাবি, কে বা কারা তাঁর সই নকল করে, নকল ডক্যুমেন্ট ব্যবহার করেছে তাও তিনি জানিয়েছেন। এরপরেই তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন ওই রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কটি কীভাবে চলছে তা খতিয়ে দেখতে।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের মাছনা শাখায় শিশির অধিকারীর নামে অ্যাকাউন্টটি খোলা হয়। অ্যাকাউন্ট নম্বর ১২০৯০১০০০০ ৫৩০৪৫। ব্রাঞ্চ কোড ১২০৯।