FIFA vs AIFF: বিশ্ব ফুটবল সংস্থা ব্যান করে দিল ভারতকে

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাটা ছিল। সত্যি হয়ে গেল। ফিফা ( বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা) সাসপেন্ড করে দিল ভারতীয় ফুটবল সংস্থাকে। আর এটা হল, ভারতীয় ফুটবল কর্তাদের জন্য। তাঁদের নানান অনিয়ম আর আর্থিক লেনদেন অস্বচ্ছতার জন্য আইন আদালতে পৌঁছে যায় দেশের ফুটবল।

সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি ( COA) গড়ে দেয়। আর এই খানেই বিপত্তি। ফিফার ভাষায় এটি ” থার্ড পার্টি ” হস্তক্ষেপ। সেই কারণে, এই সাসপেনশন।

এই শাস্তিতে কী হল? ভারতে যে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ আয়োজনের ( অক্টোবর ২০২২) দায়িত্ব পেয়েছিল, তা কেড়ে নেওয়া হল। আর যতক্ষণরা এই ব্যান উঠছে, ততদিন দেশের ফুটবল দল কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এমনকি ফিফার থেকে যাবতীয় অনুদান বন্ধ হয়ে গেল।

( বিস্তারিত পরে…)