‘সস্তার রাজনীতি করবেন না’ সুকান্তকে পাল্টা কুণাল

নিউজ ডেস্ক: ফাঁস হয়েছে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বিস্ফোরক দাবি করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি ট্যুইট করে বলেন, “আজ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।” এরপরেই সুকান্তকে পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ।

সুকান্তর দাবি উড়িয়ে কুণাল ঘোষ বলেন, “দায়িত্বশীল কোনও নেতার সস্তার প্রচারের জন্য ছাত্রছাত্রীদের মানসিকতা নিয়ে ছেলেখেলার কোনও মানে নেই। ছাত্রছাত্রীরা ঢুকে গেলে আর ফাঁস হওয়ার কথা আসে কী করে? কোথাও কিছু ফাঁস হয়নি। ঢোকার পর তো প্রশ্ন খুলতে হবে। অন্য মানসিকতার কোনও ব্যক্তি যদি প্রশ্ন খুলে বের করে দিয়ে বলে দেখুন সেই প্রশ্ন, সেটা তো কুৎসার রাজনীতি। সুকান্তবাবু সস্তার রাজনীতি করবেন না। আপনি শিক্ষক সমাজে আছেন। বাম আমলে একটা বড় ঘটনা ঘটেছিল। কঠিন প্রশ্ন। সেটা মাথায় রাখুন। সস্তার রাজনীতি করবেন না।”