IND vs AUS

IND vs AUS, BGT 2023: `ব্যুমেরাং ঘূর্ণি পিচ’, ইন্দোর টেস্টে লজ্জার হার! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি যেতে পারবে ভারত?

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: মুহূর্তে উত্থান, মুহূর্তেই পতন। শুধু বদলে গেল জয়ী দলের নাম। মিরাকলের আশা করেছিল ভারত। ৭৬ রানের পুঁজি নিয়েও ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মাঠে অস্ট্রেলিয়াকে রুখে দিতে মরিয়া ছিলেন রোহিত শর্মারা। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশেনরা।

৯ উইকেটে ইন্দোর টেস্ট হারল ভারত। সিরিজ ২-১ অবস্থায় রয়েছে। প্রথম দুটি টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর তৃতীয় টেস্ট জিতে জমি খুঁজে পেল অজিরা। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে ফেলল। এদিকে তৃতীয় টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত হয়ে যেত ভারতের। এখনও সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। আগামী জুন মাসে ডব্লুটিসি ফাইনালে খেলা নিশ্চিত করতে হলে আমেদাবাদে শেষ টেস্ট জিততেই হবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে।

IND vs AUS

ওয়ার্ল্ড টেস্টের ফাইনালে ওঠার জন্য ইন্দোরে আয়োজিত এই তৃতীয় টেস্ট ম্যাচে জয় ভারতীয় ক্রিকেট দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি টিম ইন্ডিয়া এই ম্যাচ জিততে পারত তাহলে অনায়াসেই ফাইনালে জায়গা করে নিত। তবে পরাজয়ের কারণে রোহিতদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘতর হতে পারে। শুধুমাত্র তাই নয়, অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত শেষ টেস্ট ম্যাচটা ভারতীয় ক্রিকেট দলের কাছে আপাতত ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। যদি ভারত ওই ম্যাচে জয়লাভ করে কিংবা নিদেনপক্ষে ড্র-ও করে, তাহলেও নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকেই তাঁদের তাকিয়ে থাকতে হবে।

IND vs AUS

তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই উসমান খোয়াজাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান রবিচন্দ্রন অশ্বিন। এরপর আর উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড তাঁর আগ্রাসী ব্যাটিং এবং মার্নাস লাবুশেনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন। হেডের অবদান ৫৩ বলে ৪৯ রান। লাবুশেন করলেন ২৮ রান।

বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে প্রথম দিনের শেষে ব্যাকফুটে ছিল ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষেও পরিস্থিতি বদল হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ১০৯ রানে। দ্বিতীয় ইনিংসে পূজারার (৫৯) অর্ধশতরানের সৌজন্য়ে ১৬৩ রান করে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮৮ রানের লিড নিয়েছিল। ভারতের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নেন নাথান লিয়ঁ। ম্যাচ সেরা হলেন তিনিই।