দিদির সমর্থনে স্ব-মেজাজে অনুব্রত, ধমকালেন সাংবাদিকদের

নিউজ ডেস্ক: বীরভূমের দাপুটে নেতা অনুব্রত গ্রেফতারের পর সিবিআইয়ের র‌্যাডারে সুকন্যা মণ্ডল। বুধবার সিবিআই জেরা এড়ালেও বৃহস্পতিবার হাইকোর্টে হাজিরা দিতে পৌঁছেছেন অনুব্রত কন্যা। অন্যদিকে এরই মধ্যে মুখ্যমন্ত্রীর সমর্থন পেয়ে স্বমেজাজে ফিরেছেন অনুব্রত। গত দুদিন মুখ বন্ধ রাখলেও, সুকন্যাকে হাইকোর্টের তলব করার পরেই মেয়ের চাকরিতে কোনো দুর্নীতি হয়নি বলে হুঙ্কার দিয়েছেন অনুব্রত মণ্ডল। ধমক দিয়েছেন সাংবাদিকদেরও‌।

বৃহস্পতিবার সকালে কমান্ড হাসপাতালে রুটিন চেকআপ করতে পৌঁছান অনুব্রত। সেখান থেকে বেরিয়েই অনুব্রত জানিয়েছেন, ‘মেয়ের পাস করা আছে, সার্টিফিকেট আছে। মেয়েকে হাইকোর্ট তলব করেনি, সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে’। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর সমর্থনের প্রসঙ্গে স্বমেজাজে জানিয়েছেন, ‘দিদি তো ঠিকই বলেছেন, পাশে দাঁড়াবেন না? অন্যায় কি বলেছেন?’

আরও পড়ুন : সু’ কন্যার কীর্তি

সম্প্রতি গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত। কিন্তু সেই সূত্র ধরেই প্রকাশ্যে এসেছে অনুব্রত কন্যার চাকরিতে দুর্নীতির তথ্য। তার ভিত্তিতেই আজ হাইকোর্টে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই জানা যায়, কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন সুকন্যা। কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই মিলেছে চাকরি। এমনকি কোনোদিন স্কুলে না যাওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বাড়িতেই আসত হাজিরা খাতা।

আরও পড়ুন : চাকরি যেতে পারে সুকন্যা-সহ কেষ্টর আত্মীয়দের?

এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ পেয়েই তলব করেছেন তাকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কলকাতা হাইকোর্টে  বৃহস্পতিবার দুপুর ৩ টে সময় হাজিরা দেওয়ার কথা সুকন্যা মণ্ডল সহ ৬ জন অনুব্রত ঘনিষ্ঠের।