নিউজ ডেস্ক : সাধারণ মানুষের চোখে পুলিশকর্মীদের নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। পুলিশকর্মীদের বিষয়ে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন লখনউয়ের এক ট্রাফিক পুলিশ। পুলিশ কর্মীরা সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে যে পিছুপা হননা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লখনউয়ের ট্রাফিক কনস্টেবল পঙ্কজ পাণ্ডে।
নিজের কথা না ভেবে, জীবনের ঝুঁকি নিয়ে দুই বাইক আরোহীকে বাঁচাতে নালায় ঝাঁপিয়ে পড়েন লখনউয়ের ট্রাফিক কনস্টেবল। বিপদের সময় ত্রাতা হয়ে উদ্বারও করেন তাদের। ট্রাফিক হেড কনস্টেবলের সাহসিকতার কারণে জীবন রক্ষা পায় দুই বাইক আরোহীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই নিয়ন্ত্রন হারিয়ে লখনউয়ের পাকড়ির খালে পড়ে যান দুই বাইক আরোহী। সেইসময় সেখান দিয়েই যাচ্ছিলেন ট্রাফিক হেড কনস্টেবল পঙ্কজ পাণ্ডে। দুজনকে নালায় ডুবতে দেখেই লাফ দেন তিনি। নালায় ঝাঁপ দিয়েই দুজনকে কাছে টেনে, নালা থেকে বেরোতে সাহায্য করেন। ঘটনার জেরে ভিড় জমে যায় এলাকায়।
পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন Unlive.in এর Facebook link : https://fb.watch/eZM9BJb04_/
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনার পুরো ভিডিও করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউনিফর্ম পরা ট্রাফিক হেড কনস্টেবলের এই মানবিক পরিচয়ের ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই, পঙ্কজ পান্ডের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
আরও পড়ুন : বোতলে মিলবে না পেট্রোল, গোটা ফুয়েল ট্যাঙ্ক নিয়েই হাজির বাইক আরোহী