নিউজ ডেস্ক: এবার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্ট পিটিশান জমা দিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। আদালত তাঁকে মামলা করার অনুমতি দিয়েছে।
এই সময়ে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগে যে সব তদন্তের নির্দেস দেওয়া হয়েছে তা সবটাই পরীক্ষার বছর ও প্যানেল ধরে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এবার একটি নির্দিষ্ট জেলা ধরে তদন্ত চাওয়া হল। যা এর আগে হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পর্যবেক্ষকদের অনেকের মতে, এই মামলা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, যে সময়ের নিয়োগে দুর্নীতির অভিযোগ করা হয়েছে সেই সময়ে পূর্ব মেদিনীপুরের তৃণমূল ও প্রশাসন নিয়ন্ত্রণ করতেন শিশির পুত্র শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ও আলিপুর আদালতে ঢোকার মুখে শুভেন্দুর নাম করে বলেছিলেন, পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদে কী হয়েছিল সেটা একবার বের করা হোক। পার্থ ২০১১-১২ সালের কথা বলেছিলেন। সেই সময়ে শুভেন্দু ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ।
Leave a Reply